দেশে এলো লেনোভো’র একর ভেতর দুই ল্যাপটপ

দেশে এলো বহুমুখি ব্যবহারের লেনোভো ৭আই ২ ইন ১ (83DJ003ALK) ল্যাপটপ। ছাত্র-পেশাদার ও সৃজনশীল নির্মাতা সবাই ব্যবহার করতে পারবে পিসিটি। ১৪ ইঞ্চি পর্দার এই ল্যাপটপটি একসঙ্গে ট্যাবলেট এবং ল্যাপটপ দু’ভাবে ব্যবহার করা যায়। ডিজিটাল পেন ব্যবহার করে এর ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লেতে আঁকিবুকি, সহজেই অফিসের নোট নেয়া, কিংবা বিভিন্ন ক্রিয়েটিভ কাজেও নিখুঁত সুবিধা দেয়।
কমপ্যাক্ট এবং বহনযোগ্য এই পিসিটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৭-১৫৫এইচ প্রসেসর, ১৬ জিবি র্যাম। সাথে আছে ডলবি অ্যাটমোস অপটিমাইজড স্পিকার, ১০৮০পি ক্যামেরা, জেনুইন উইন্ডোজ ১১ হোম। ল্যাপটপটির ওজন ১ কেজি ৪৯ গ্রাম।
স্টর্ম গ্রে কালারে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে পাওয়া যাচ্ছে। দেয়া হচ্ছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।