সিম, ফোন ও সোশ্যাল হ্যান্ডেল ব্যবহারে পুলিশের জন্য নতুন নির্দেশনা
 
                                বাহিনীর ভাব-মর্যাদা ক্ষুণ্ণ হওয়া, স্পর্শকাতর ও গোপনীয় তথ্য প্রচার ও পাচার এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের লাগাম টানলো পুলিশ সদর দফতর। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহারে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা।
নির্দেশিকা অনুযায়ী, ডিউটি/কর্তব্যরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা পুলিশের কর্তব্যে অবহেলার শামিল হবে। একইসঙ্গে এটা অসদাচরণ হিসেবে গণ্য হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত, দৃষ্টিকটু ও আপত্তিকর পোস্ট, কনটেন্ট, ছবি-ভিডিও আপলোড, শেয়ার, লাইক দেয়া থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে কনটেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ারিং পরিহার করতে হবে। সর্বোপরি নিজ নামে রেজিস্ট্রি করা সিম ছাড়া অন্য কোনো সিম ব্যবহার করা যাবে না।
নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ইউনিটগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট তৈরি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ নিয়ম মানতে হবে। ইউনিটের অ্যাকাউন্ট বা পেজের নাম ব্যক্তি বা পদবির পরিবর্তে সংশ্লিষ্ট ইউনিটের নামে হবে। ইউনিটের অ্যাকাউন্ট বা পেইজের কাভার ফটো হিসেবে ইউনিটকে সুস্পষ্টভাবে প্রতিনিধিত্ব করে এ ধরনের ছবি ব্যবহার করতে হবে। ইউনিটের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ৩/৫ সদস্যের একটি টিম ইউজার অ্যাকাউন্টের অ্যাডমিন বা মডারেটর বা কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে ইউনিট প্রধান/মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তার অনুমোদন নিতে হবে। দাপ্তরিক পেজের ব্যানার বা প্রোফাইল পিকচারে কোনো ব্যক্তিগত বা পারিবারিক ছবি ব্যবহার করা যাবে না। অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং অ্যাডমিন/মডারেটর/কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কিছুদিন পরপর তা পরিবর্তন করবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য বিবেচনায় এবং ইউনিটের সিদ্ধান্তের আলোকে এর কনটেন্ট প্রদর্শন, মন্তব্য/মতামত, সদস্য হিসেবে অন্তর্ভুক্তি, প্রবেশাধিকার, প্রাইভেসি ইত্যাদি বিষয়ের সেটিংস সংশ্লিষ্ট অ্যাডমিন/মডারেটর/কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচন করা হবে।
সিম ও ফোন ব্যাবহারের নিয়ম
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রচলিত আইন মেনে পুলিশ সদস্যদের সিম কিনতে হবে। হারানো বা সিম চূড়ান্তভাবে অচল ও অকার্যকর করে একই নম্বরের বা ভিন্ন নম্বরের নতুন সিম কেনা যাবে। বাহিনীর জন্য বরাদ্দ করা নম্বরের সিম কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে অবশ্যই একই নম্বরের নতুন সিম তুলতে হবে। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও, ছবি, অডিও এবং অন্যান্য তথ্যাদি সহজেই আদান-প্রদান করা যায় বিধায় এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেন অসাবধানতাবশত গুরুত্বপূর্ণ পেশাগত তথ্যাদি অননুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না হয়। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণস্থলে কোনো প্রশিক্ষণার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সরকারি মোবাইল ফোন থেকে দাপ্তরিক যোগাযোগ ছাড়া ব্যক্তিগত কল করা যাবে না। একইসঙ্গে দায়িত্বরত অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ও ক্যামেরায় যথেচ্ছভাবে অপারেশনাল কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র বা অডিও ধারণ করতে পারবে না। তবে অবৈধ মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ইত্যাদি উদ্ধার এবং ক্রাইমসিনের ভিডিও বা স্থিরচিত্র ধারণ করতে পারবেন পুলিশ সদস্যরা।
কনটেন্ট শেয়ার ও কমেন্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি অ্যাকাউন্টে প্রদত্ত কনটেন্ট কিংবা কমেন্ট অবশ্যই বাহিনী অথবা বাহিনী সংশ্লিষ্ট ইউনিটের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। নিজস্ব পোস্টে কনটেন্ট ও কমেন্ট প্রদানের ক্ষেত্রে তা যথার্থ ও নির্ভরযোগ্য হতে হবে। স্পর্শকাতর কনটেন্ট ও কমেন্ট সচেতনভাবে পরিহার করতে হবে। রাষ্ট্র, সরকার বা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরূপ কোনো পোস্ট, ছবি, ভিডিও আপলোড, কমেন্ট, ট্যাগিং, রেফারেন্সিং বা শেয়ার করা যাবে না। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো রকম কমেন্ট করা কিংবা কনটেন্ট আপলোড করা যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থি কোনো কমেন্ট বা কনটেন্ট আপলোড করা যাবে না। রাজনৈতিক মতাদর্শ, জঙ্গি কর্মকাণ্ড অথবা ধর্মীয় উগ্রবাদ সংশ্লিষ্ট কোনো কমেন্ট বা কনটেন্ট নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপলোড করতে পারবেন না পুলিশ সদস্যরা। এ ছাড়া বাংলাদেশে বসবাসকারী কোনো ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক, বিদ্বেষমূলক বা হেয় প্রতিপন্নকারক কমেন্ট বা কনটেন্ট আপলোড করা যাবে না। একইভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা বা প্রচারণামূলক কমেন্ট বা কনটেন্ট প্রদান করা যাবে না। জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো লেখা, অডিও ও ভিডিও প্রকাশ করা যাবে না।
সর্বোপরি, কনটেন্ট ও কমেন্ট প্রদানের ক্ষেত্রে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ, প্রতিষ্ঠানের গাইডলাইন, আইনগত বাধ্যবাধকতা, গোপনীয়তা প্রভৃতি বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। ব্যক্তিগত বা পারিবারিক বিষয়াদি সংশ্লিষ্ট কোনো কনটেন্ট দাপ্তরিক অ্যাকাউন্টে/চ্যানেলে পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। দাপ্তরিকভাবে গুরুত্বপূর্ণ কনটেন্ট আর্কাইভিং, পুনঃপ্রদর্শন ও শেয়ারিং উৎসাহিত করতে হবে। চিহ্নিত অপরাধী বা বিতর্কিত কার্যক্রমে জড়িত ব্যক্তিদের সঙ্গে ছবি তোলা এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা যাবে না। পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিংবা ইউনিট প্রধানের অনুমতি ছাড়া তদন্তাধীন ও বিচারাধীন বিষয়ে কোনো ভিডিও, স্থিরচিত্র, অডিও বা তথ্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। ভিকটিমের প্রাইভেসি বিঘ্নিত হয় এমন কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। সর্বোপরি ভিকটিমের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এ সকল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড, শেয়ার বা পোস্ট করা যাবে না। গোপনীয়, গুরুত্বপূর্ণ বা কর্মকৌশলের সঙ্গে সম্পর্কিত স্পর্শকাতর স্থাপনা ও সরঞ্জামাদি সংক্রান্ত (যেমন- অস্ত্রাগার ও অস্ত্রশস্ত্র) ভিডিও, স্থিরচিত্র, অডিও বা তথ্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না।
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
