এলিট গ্রাহকদের জন্য ৪ কোম্পানির সঙ্গে চুক্তি করলো রবি
নিজেদের এলিট গ্রাহকদের স্বাস্থ্য, চিকিৎসা ও গাড়ি সার্ভিসিংয়ে বিশেষ ছাড় পাইয়ে দিতে চারটি নতুন কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা। ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস বাংলাদেশ ও যান্ত্রিক-এর সাথে অংশীদারিত্ব চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত মোবাইল কোম্পানিটি।
চুক্তির আওতায় এখন থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিসোর্ট ও বিনোদন প্রতিষ্ঠান ছুটি গ্রুপ-এর প্রিমিয়াম সেবা উপভোগে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় পাবেন রবি’র এলিট গ্রাহক। একইভাবে শীর্ষস্থানীয় জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল মোবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাম্বুফাস্ট-এর নির্ধারিত সেবায় সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়সহ বিশেষ জরুরি সেবা গ্রহণ করতে পারবেন তারা।
এছাড়াও ডিজিটাল হেলথকেয়ার প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ-এর স্বাস্থ্য ও সুস্থতা সেবা গ্রহণে পাবেন সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়। যানবাহন সার্ভিসিং ও মেইনটেনেন্সে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন বাংলাদেশের শীর্ষ ডিজিটাল অটোমোটিভ প্ল্যাটফর্ম যান্ত্রিক-এর কাছ থেকে।
২৯ অক্টোবর, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে, এ জন্য সম্প্রতি এ বিষয়ে পৃথক চারটি চুক্তি হওয়ার কথা জানিয়েছে রবি আজিয়েটা।







