টিকটককে টেক্কা দিতে নতুন সামাজিক মাধ্যম ‘ওন’ চালু

টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির সময়সীমার মাত্র দুই দিন আগে চালু হলো ওন (Own) নামের একটি নতুন বিকেন্দ্রীকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম, যার লক্ষ্য বৈশ্বিক নির্মাতাদের আয় নিশ্চিত করা। খবর টেকক্রাঞ্চ।
অ্যাপটিতে শর্ট ভিডিও, টেক্সট পোস্ট, ছবি, মেসেজিংসহ অন্যান্য প্রচলিত ফিচারের পাশাপাশি যুক্ত হয়েছে ব্লকচেইন প্রযুক্তি ও ওন নামের ট্রেডযোগ্য টোকেন। ফলোয়ার বা পোস্ট সংখ্যার বাধ্যবাধকতা ছাড়াই নির্মাতারা অ্যাপে অংশগ্রহণ করলেই আয় করতে পারবেন।
ওনের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন আমির কালতাক (সিইও), কাটিয়া জাইতসেভ (সিওও), ও সারাহ মিক (সিসিও) — যিনি টিন্ডার ও বাম্বলের সাবেক ডিজাইন প্রধান।
বেইজ লেয়ার ২ ব্লকচেইনের মাধ্যমে কনটেন্ট মালিকানা নিশ্চিত করছে ওন, যার ফলে নির্মাতারা তাদের কনটেন্ট লাইসেন্স দিয়ে আয় করতে পারবেন। ওন শপের মাধ্যমে বিক্রি, ব্র্যান্ড স্পনসরশিপ, টিপিং ও লাইসেন্সিং– সব ক্ষেত্রেই নির্মাতারা প্রচলিত প্ল্যাটফর্মগুলোর তুলনায় বেশি আয় পাবেন।
অ্যাপটি এখনই আইওএস ও অ্যান্ড্রয়েডে ডাউনলোড করা যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী ওয়েটলিস্টে রয়েছে।
ওন জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) টোকেন-ভিত্তিক আয়ের পূর্ণ সুবিধা চালু হবে এবং শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ওন শপ বেটা সংস্করণে উন্মুক্ত হবে।
ডিবিটেক/বিএমটি