ল্যাপটপ চার্জ করবে পাওয়ারব্যাংক

২৮ অক্টোবর, ২০২৫ ১৩:২৫  
ল্যাপটপ চার্জ করবে পাওয়ারব্যাংক

 এসেছে দেশের বাজারে এলো ২০ হাজার মিলি-অ্যাম্পিয়ার ক্যাপাসিটির এই ডিভাইসটি ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। মোবাইল একসেসরিজের ব্র্যান্ড রেসির টাইপ-সি  পাওয়ার ব্যংকটি দিয়ে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসগুলোকে দ্রুত চার্জ করা যাবে।

২৮ অক্টোবর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার ব্যাংকটির পরিবেশক টেকটাইম।

এতে বলা হয়, রেসি  আরপিবি-পি৭২ পাওয়ারব্যাংকটিতে রিট্র্যাকটেবল ক্যাববলের কারণে ক্যাবলের জটিলতা এড়ানো যায় । এই পাওয়ার ব্যাংকটি একাধিক ডিভাইসকে একসঙ্গে চার্জ করতে পারে। এটিতে ওভার চার্জ, ওভার ভোল্টেজ প্রোটেকশনের মতো নিরাপত্তা বৈশিষ্ট্যও আছে এতে। 

টেকটাইমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, বর্তমানে মোবাইল ইউজারদের মধ্যে হাই-ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকের চাহিদা বেড়েছে, বিশেষ করে লং-লাস্টিং ব্যাটারি লাইফের কারণে। রেসির এই নতুন মডেলটি প্রতিযোগী ব্র্যান্ডগুলোর তুলনায় উচ্চতর গতির চার্জিং নিশ্চিত করে।

রেসি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক লাইনআপে আরও বিভিন্ন মডেল রয়েছে, যা বিভিন্ন ক্যাপাসিটি এবং ফিচার সমৃদ্ধ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ১০ হাজার এমএএইচ ক্যাসিটির আরপিবি-পি৪৮, আরপিবি-পি৬৭ এগুলো ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাথে সংযুক্ত ক্যাবল সমৃদ্ধ । এগুলো হালকা ও কমপ্যাক্ট যা দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ উপযুক্ত। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বেশিরভাগ রেসি ব্রান্ড এর পাওয়ার ব্যাংক গুলোতে ডুয়াল আউটপুট, মাল্টি-পোর্ট চার্জিং সুবিধা নিয়ে ডিজাইন করা হয়েছে।