মাইক্রোসফট অ্যাজিউর সেবায় বিভ্রাট
মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সেবা ‘অ্যাজিউর’ হঠাৎ করে বিভ্রাটের কবলে পড়েছে। যুক্তরাষ্ট্র সময় বুধবার দুপুরের দিকে সমস্যা দেখা দিলে কোম্পানি তাদের স্ট্যাটাস পেইজে বিষয়টি স্বীকার করে। খবর টেকক্রাঞ্চ।
মাইক্রোসফট জানিয়েছে, “সম্ভবত অনিচ্ছাকৃত কনফিগারেশন পরিবর্তনের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।” তবে কবে নাগাদ সেবা স্বাভাবিক হবে তা এখনও জানানো হয়নি।
অ্যাজিউরের সঙ্গে সংযুক্ত মাইক্রোসফট ৩৬৫, এক্সবক্স ও মাইনক্রাফটসহ একাধিক সেবা বন্ধ হয়ে গেছে। এমনকি কস্টকো ও স্টারবাকসের মতো বিভিন্ন ব্যবসায়িক ওয়েবসাইটও অচল হয়ে পড়েছে।
এই বিপর্যয় এমন সময় ঘটল যখন বুধবার বিকেলে মাইক্রোসফট তাদের ত্রৈমাসিক আয় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল।
এক সপ্তাহ আগেই আমাজনের ক্লাউড সেবা ‘এডব্লিউএস’ বন্ধ হয়ে একই ধরনের বিপর্যয় ঘটেছিল, যা ব্যাংক, ওয়েবসাইট ও কিছু সরকারি সেবায় প্রভাব ফেলেছিল।
ডিবিটেক/বিএমটি







