উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক
দীর্ঘ ২৩ ঘণ্টা পর রাজধানীর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। ফার্মগেট স্টেশনের ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করে ২৭ অক্টোবর সোমবার বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময়ে দুটি ট্রেন ফার্মগেট স্টেশন থেকে যাত্রী নিয়েছে।
তবে এসময় উত্তরার দিক থেকে আসা প্রথম ট্রেনতে যাত্রীদের কোনো ভীড় ছিলো না। কিন্তু মতিঝিলের দিক থেকে আসার ট্রেনটি ছিলো যাত্রীতে ঠাসা। নির্দিষ্ট সময়ে দুটি ট্রেনই স্টেশন ছেড়ে গেছে। সাময়িক বন্ধের পর দুর্ঘটনাস্থল ফার্মগেট স্টেশনে খুবই ধীর গতিতে ট্রেন দুটি ঢুকতে এবং বের হতে দেখা গেছে।
এর আগে পৌনে ১১টায় অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানায়, আজ (সোমবার) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, তারা ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছেন।
প্রসঙ্গত, ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়। দুর্ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন স্ট্রেশন চালু করা হয়।







