বি ট্র্যাকের সঙ্গে চসিক ও মাইলেজের চুক্তি স্বাক্ষর

২৮ অক্টোবর, ২০২৫ ১৮:১১  
বি ট্র্যাকের সঙ্গে চসিক ও মাইলেজের চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। করদাতাদের জন্য ট্যাক্স পরিশোধ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চসিক, বি ট্র্যাক সলিউশন্স ও মাইলেজের মধ্যে সোমবার এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় চসিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবস্থায় রূপান্তরিত হবে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে রিয়েল-টাইম রিপোর্টিং, ডেটা বিশ্লেষণ ও ট্র্যাকিং সুবিধা, যা ট্যাক্স প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা আনবে। নাগরিকরা অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম কিংবা ক্যাশ কাউন্টারের মাধ্যমে সহজেই ট্যাক্স পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর প্রশাসনই সময়ের দাবি। আমরা চাই বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে, যাতে প্রতিষ্ঠানগুলো সহজে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারে। এতে রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি দুর্নীতি ও হয়রানি কমে আসবে।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনে নেওয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ট্যাক্স সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিকরা রিয়েল-টাইম তথ্য পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি; বি ট্র্যাক সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর সিদ্দিকী ও হেড অব প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ।

মাইলেজের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাহসিন-উল-ইসলাম, পরিচালক রিয়াসাত ইসলাম ফারদিন, ব্যবস্থাপনা পরিচালক আবরার রাফিদ চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা আখইয়ার নূর।