উপবৃত্তি যাবে ৫ মোবাইল ওয়ালেটে

২৭ অক্টোবর, ২০২৫ ২০:৫৭  
উপবৃত্তি যাবে  ৫ মোবাইল ওয়ালেটে

একক চুক্তি বাতিল করে এখন মোবাইল ওয়ালেট নগদ এর পাশাপাশি বিকাশ, রকেট, উপায় ও এমক্যাশেও মিলবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। এই ৫টি ওয়ালেট থেকে অভিভাবকরা নিজেদের পছন্দের ওয়ালেটে বৃত্তির টাকা গ্রহণ করতে পারবেন। 

এ বিষয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত মোবাইল সিম ও এমএফএস হিসাব নিবন্ধন নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জানানোর জন্য সবধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদফতরকে। 

সূত্রমতে, গত ২৯ সেপ্টেম্বর একটি চিঠি দিয়ে, ডাক অধিদফতর ও ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করা হয়। অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য না থাকা ও নগদ লিমিটেড চুক্তিপত্রের সব শর্ত যথাযথভাবে পালন করতে না পারার কারণ দেখিয়ে চুক্তিটি বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এরপর উপবৃত্তির টাকা বিতরণে সুষ্ঠুভাবে পরিচালনায় পরবর্তী করণীয় ঠিক করতে গত ১২ অক্টোবর মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদফতর ২৬ অক্টোবর থেকে দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণের নির্দেশনা দেয়। ফলে এখন থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ নিতে পারবেন।

এর আগে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার প্রতি তাদের আগ্রহ ধরে রাখতে উপবৃত্তি ক্ষেত্রে নগদ লিমিটেডের হিসাবের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করেছিলো বিগত সরকার। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে উঠে আসে, এতে বড় ধরনের অনিয়ম হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে অপরাপর এমএফএস কোম্পানিকেও এর অধীনে আনা হয়।