উদ্যোক্তা বিকাশে চুক্তিবদ্ধ ইউনেট ও অরেঞ্জ কর্নারস বাংলাদেশ 

২৮ অক্টোবর, ২০২৫ ২২:৩৬  
২৮ অক্টোবর, ২০২৫ ২২:৫৬  
উদ্যোক্তা বিকাশে চুক্তিবদ্ধ ইউনেট ও অরেঞ্জ কর্নারস বাংলাদেশ 

বাংলাদেশে উদ্যোক্তা বিকাশ, উদ্ভাবন ও তরুণদের সক্ষমতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট এবং ওয়াই ওয়াই ভেঞ্চারস পরিচালিত অরেঞ্জ কর্নারস বাংলাদেশ। নভেম্বর থেকেই শুরু হচ্ছে এই কার্যক্রম। চ

এ লক্ষ্যে  ২৮ অক্টোবর, রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ওয়াই ওয়াই ভেঞ্চর্স অফিসে এই দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী শুরুতে উদ্যোক্তা হতে আগ্রহী উদ্ভাবকদের গ্রুমিং করা হবে। প্রথম কোহোর্ট চলবে দুই মাস। আগামী বছরের মাঝামাঝি হবে পাইলট।  

ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট কো-ফাউন্ডার ও সিইও মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং ওয়াই ওয়াই ভেঞ্চারস এর চিফ অপারেটিং অফিসার ওসমান ঢালী অরেঞ্জ কর্নারস বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের পক্ষ থেকে মাহির আসেফ, এবং অরেঞ্জ কর্নারস বাংলাদেশের পক্ষ থেকে ফারিহা তাবাসসুম, শাফাদুল ইসলাম ও ফাইরানা আফসানা উপস্থিত ছিলেন।

জানাগেছে, কৌশলগত অংশীদারিত্বটি নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল পাবলিক-প্রাইভেট ইনিশিয়েটিভ এর আওতায় সম্পন্ন হয়েছে, যার লক্ষ্য তরুণ উদ্যোক্তাদের মানসম্পন্ন মেন্টরশিপ, প্রশিক্ষণ ও অর্থায়নের সুযোগ দেবে। একইসঙ্গে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে কাজ করবে। স্বা