জিএমের একাধিক কারখানায় ছাঁটাই, বন্ধ হচ্ছে ব্যাটারি উৎপাদন
যুক্তরাষ্ট্রে একাধিক বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি কারখানায় ব্যাপক ছাঁটাই শুরু করেছে জেনারেল মোটরস (জিএম)। বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে, কেবল ডেট্রয়েটের বৈদ্যুতিক গাড়ি কারখানাতেই প্রায় ১ হাজার ২০০ কর্মীকে অনির্দিষ্টকালের জন্য ছাঁটাই করা হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
জিএমের ওহাইও ও টেনেসির আলটিয়াম সেলস ব্যাটারি কারখানাগুলোতেও অস্থায়ী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে এই ব্যাটারি কারখানাগুলোর উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।
মাত্র কয়েক দিন আগে জিএম তাদের অফিস কর্মীদের একটি অংশকেও ছাঁটাই করেছে এবং বৈদ্যুতিক গাড়ি উৎপাদন পরিকল্পনা পুনর্গঠনের কারণে ১.৬ বিলিয়ন ডলার লোকসানের আশঙ্কা প্রকাশ করেছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ‘ব্রাইটড্রপ’ নামের বৈদ্যুতিক বাণিজ্যিক ভ্যান প্রকল্পও বাতিল করেছে। ফেডারেল কর ছাড় বাতিল ও প্রচলিত জ্বালানিচালিত গাড়ির ওপর বিধিনিষেধ শিথিল হওয়ায় জিএমসহ অন্যান্য গাড়ি নির্মাতারাও যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে।
ডিবিটেক/বিএমটি







