ফেসবুকে হ্যাঁ-না ঝড়

৩০ অক্টোবর, ২০২৫ ১০:১৫  
ফেসবুকে হ্যাঁ-না ঝড়

হঠাৎ মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে ঝড় ওঠেছে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টে। নিউজফিডজুড়ে ভেসে বেড়াচ্ছে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের প্রতিযোগিতা।

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত কি না- এ প্রশ্ন ঘিরে ফেসবুকে শুরু হয়েছে বিতর্ক। গণভোটের পক্ষ-বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমটি। 

২৯ অক্টোবর রাত ১২টার দিকে শুরু হওয়া বেশিরভাগ পোস্টেই চলে এসেছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে। 

জানা গেছে, গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন। এর বিপরীতে অংশ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের জন্য প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা গণভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনড়। জামায়াতে ইসলামী চায় নভেম্বরে গণভোট। অন্যদিকে এনসিপি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

ফলে জামায়াত ও এনসিপির দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি। বরং দলটি সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে চায়। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল হয়।

ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। বিএনপির নেতাকর্মীরা এই পোস্টগুলো শেয়ার করছেন। 

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সহসভাপতি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এবং সহসাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আল হাদী মায়েদ ‘না’ পোস্ট দিয়েছেন। এছাড়া ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি বিষয়ে স্পষ্ট ‘না’ জানিয়েছে। 

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজেও ‘হ্যাঁ’ পোস্ট লক্ষ্য করা গেছে। তবে তারা স্পষ্ট করেনি কোন বিষয়ে ‘হ্যাঁ’ বলা হচ্ছে। 

প্রবাসী বাংলাদেশি, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুকে স্পষ্টভাবে জুলাই সংবিধানকে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছেন।

এরপরই ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা স্টাট্যাস দিয়ে নিজের মতামত জানান দলগুলোর অনুসারীরা।