গ্রামারলি এখন ‘সুপারহিউম্যান’
লেখালেখি সহায়তা অ্যাপ ‘গ্রামারলি’ এবার বড় ধরনের পরিবর্তন আনছে। জুলাইয়ে ইমেইল ক্লায়েন্ট ‘সুপারহিউম্যান’ অধিগ্রহণের পর প্রতিষ্ঠানটি তাদের নতুন নাম দিয়েছে ‘সুপারহিউম্যান’। খবর টেকক্রাঞ্চ।
তবে গ্রামারলি অ্যাপটি আগের নামেই চালু থাকবে। কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যতে তারা কোডা’র মতো অন্যান্য অর্জিত পণ্যগুলোতেও নতুন নাম ব্যবহার করার পরিকল্পনা করছে।
নতুন ব্র্যান্ডের সঙ্গে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে একটি উন্নত এআই সহকারী ‘সুপারহিউম্যান গো’, যা গ্রামারলি এক্সটেনশনের মধ্যেই কাজ করবে। এটি লেখায় পরামর্শ দেবে, ইমেইলের ভাষা সংশোধন করবে, এমনকি জিরা, জিমেইল, গুগল ড্রাইভ ও ক্যালেন্ডারের মতো অ্যাপে সংযুক্ত হয়ে মিটিংয়ের সময় নির্ধারণ বা টিকিট লগ করার মতো কাজও করতে পারবে।
সুপারহিউম্যান জানিয়েছে, ভবিষ্যতে এই সহকারী আরও উন্নত হবে—যাতে এটি সিআরএম বা অভ্যন্তরীণ সিস্টেম থেকেও তথ্য সংগ্রহ করে ইমেইলে স্বয়ংক্রিয় পরামর্শ দিতে পারে।
সব গ্রামারলি ব্যবহারকারী এখনই ‘সুপারহিউম্যান গো’ ব্যবহার করতে পারবেন। প্রো প্ল্যানের মাসিক মূল্য বছরে হিসাব করলে ১২ ডলার এবং বিজনেস প্ল্যানের মূল্য ৩৩ ডলার, যা অতিরিক্তভাবে ‘সুপারহিউম্যান মেইল’ সুবিধা দেবে।
গ্রামারলি বা এখনকার ‘সুপারহিউম্যান’ জানায়, তারা কোডা ও ইমেইল ক্লায়েন্টে আরও নতুন এআই ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে, যাতে স্বয়ংক্রিয়ভাবে নথি ও ইমেইল খসড়ায় অতিরিক্ত তথ্য যুক্ত করা যায়।
এই পদক্ষেপের মাধ্যমে সুপারহিউম্যান এখন নোশন, ক্লিকআপ ও গুগল ওয়ার্কস্পেসের মতো জনপ্রিয় প্রোডাক্টিভিটি স্যুটগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে।
ডিবিটেক/বিএমটি







