৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ডের দ্বারপ্রান্তে এনভিডিয়া

২৯ অক্টোবর, ২০২৫ ১৭:০১  
৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ডের দ্বারপ্রান্তে এনভিডিয়া

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়া প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসেসরের অর্ডার বুকিং ইতিমধ্যে ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং তারা যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের জন্য সাতটি নতুন সুপারকম্পিউটার নির্মাণ করবে। খবর রয়টার্স।

মঙ্গলবার এনভিডিয়ার শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশ বেড়ে ৪.৮৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়; এক পর্যায়ে তা ৪.৯৪ ট্রিলিয়ন ডলার স্পর্শ করে। কোম্পানির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ওয়াশিংটন ডিসিতে এক ডেভেলপার সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রশংসা করে নতুন পণ্য ও চুক্তির ঘোষণা দেন।

এনভিডিয়া বর্তমানে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিস্তারের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের মধ্যেও তারা প্রযুক্তিগত প্রভাব বিস্তারে অগ্রণী ভূমিকা রাখছে। চলতি বছরেই এনভিডিয়ার শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৫০ শতাংশ। জুলাইয়ে প্রথমবারের মতো তাদের বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়ায়।

এনভিডিয়ার নির্মীয়মাণ সুপারকম্পিউটারগুলো যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণেও সহায়তা করবে। বৃহত্তম সুপারকম্পিউটারটি ওরাকলের সহযোগিতায় তৈরি হবে এবং এতে ব্যবহৃত হবে এনভিডিয়ার ১ লাখ ব্ল্যাকওয়েল এআই চিপ।

ডিবিটেক/বিএমটি