গত বছর থেকে বিকাশের মুনাফা বেড়েছে  ১৩১ শতাংশ

২৭ অক্টোবর, ২০২৫ ১৩:৩০  
গত বছর থেকে বিকাশের মুনাফা বেড়েছে  ১৩১ শতাংশ

২০১৯-২০২১ টানা তিন বছর লোকসান টানার পর ধারাবাহিক মুনাফায় দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৫০৪ কোটি টাকা মুনাফা করেছে ব্র্যাক ব্যাংকের ৫১ শতাংশ মালিকানায় থাকা ফিনটেক প্রতিষ্ঠানটি। 

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের একই সময়ের তুলনায় এই মুনাফা ১৩১ শতাংশ বেশি।  জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্র্যাক ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানটির আয়ও ৩৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩২ কোটি টাকা; আর নিট মুনাফা ৮০ শতাংশ বেড়ে ১৯৭ কোটি টাকায় পৌঁছেছে।

আগের বছরের ১৪৭ শতাংশ বেশি মুনাফা নিয়ে গত বছরের তৃতীয় প্রান্তিকে ২১৮ কোটি টাকা নিট মুনাফা করে বিকাশ। 
 
বিকাশে ব্র্যাক ব্যাংকের ৫১ শতাংশ শেয়ার রয়েছে। অন্যান্য প্রধান শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের  মানি ইন মোশন এলএলসি (১৬.৪৫ শতাংশ), আলিপে সিঙ্গাপুর ই-কমার্স (১৪.৮৭ শতাংশ), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (১০.৩৬ শতাংশ) ও এসভিএফ ২ বিম (ডিই) এলএলসি (৭.৩২ শতাংশ)।

পরিসংখ্যানে দেখে গেছে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত লোকসানে ছিল বিকাশ। এ সময়ের মধ্যে ২০১৯ সালে লোকসান হয়েছে ৬২ কোটি ৫০ লাখ টাকা, ২০২০ সালে লোকসান ৬৭ কোটি টাকা এবং ২০২০ সালে লোকসান হয়েছিল ১২৩ কোটি টাকা। প্রতিষ্ঠানটির ২০২৩ সালে মুনাফা হয়েছিল ১০৩ কোটি টাকা। ২০২৪ সালের ৯ মাসে যে মুনাফা হয়েছে, তা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি।

সূত্র বলছে, ২০২১ সালের আগে বিকাশ কৌশলগত বিনিয়োগে করেছে। এরপর নতুন বিনিয়োগ ও নতুন কর্মপরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু করেছে। ফলে ২০২৩ সাল থেকে মুনাফায় ফিরেছে। ওই বছরের কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় ৫০৪ শতাংশ বেড়ে ১০৪ কোটি টাকায় পৌঁছে।  ২০২২ হিসাব বছরে বিকাশের পরিচালন লোকসান হয়েছিল ৭৬ কোটি ৬৬ লাখ টাকা। দুই বছরে ঘুরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। ফলে ২০২৩ সালে পরিচালনা মুনাফা করেছে ৩০ কোটি ৭৯ লাখ টাকা। ২০২৪ সালের প্রথম ৯ মাসেও সেই মুনাফা অব্যাহত ছিল এ সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। 

পরিসংখ্যানে দেখা গেছে, বিকাশের কাছ থেকে ২০২২ সালে মোট রেভিনিউ এসেছে ৩ হাজার ৪৩০ কোটি ৮১ লাখ টাকা। ২০২৩ সালে যা ছিল ৪ হাজার ১৯০ কোটি ৭০ লাখ টাকা এবং ২০২৪ সালের ৯ মাসে  ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ৩ হাজার ৫৪৫ কোটি টাকায়।