চুয়েটে পদার্থবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যলয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে সম্মেলনে টেকসই উন্নয়নে প্রযুক্তির ব্যবহার, ঝুঁকি, করণীয় ইত্যাদি বিষয়ে সম্মেলনে আলোচনা করছেন বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীরা। বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত থেকে এই সেম্মলনে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষক।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃষ্ঠপোষকতায় দুই দিনে ৩জন কী-নোট স্পিকার এবং ১৫জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত থাকছেন। এতে ৪০০টি পেপার থেকে মোট নির্বাচিত ২৭৪টি পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনীতে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, পৃথিবী জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্রের ক্ষয়, রোগব্যাধির প্রাদুর্ভাব, গ্রীন হাউজ গ্যাস, সম্পদের ঘাটতি এবং ক্রমবর্ধমান বৈষম্যের মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। উন্নয়নশীল দেশগুলোর গবেষকদের নেতৃত্ব অত্যন্ত জরুরি যাতে তারা মানবজাতির বৃহত্তম চ্যালেঞ্জসমূহ সমাধানে অর্থবহ অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, ভবিষ্যতের প্রযুক্তিগত অগ্রগতি, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব জ্বালানী, উন্নত উপকরণ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য যে মৌলিক জ্ঞানের প্রয়োজন-তা পদার্থবিজ্ঞান থেকেই সম্ভব। কোনো জটিল প্রকৌশল সমস্যা পদার্থবিজ্ঞানের মৌলিক জ্ঞান ছাড়া সমাধান করা সম্ভব নয়। আপনি যদি প্রকৌশলবিদ্যায় উৎকর্ষ চান, তবে পদার্থবিজ্ঞান অধ্যয়ন অপরিহার্য। ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পদার্থবিদদের অবদানের উপর নির্ভরশীল, যারা সারা বিশ্বে অবদান রেখে চলেছেন।
উদ্বোধনীতে গেস্ট অব অনার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সাবেক ভাইস-চ্যান্সেলর ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং চুয়েটের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন।
কনফারেন্স সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী তানজিনা আখতার ও মাস্টার্স এর শিক্ষার্থী হিমেল বড়ুয়া।
গেস্ট অব অনার এর বক্তব্যে অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, চুয়েটের এই কনফারেন্স থেকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষণা ও বৈশ্বিক অগ্রগতি সম্পর্কে জানতে পারছি। এর মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই উন্নয়ন গড়ে তোলার প্রয়োজনীয় গাইডলাইন পাওয়া যাবে বলে আমি আশাবাদী।







