তিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এআই ও উদ্ভাবন প্রশিক্ষণ কর্মশালা
কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুগল ক্লাউড প্রযুক্তির জগতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব ও বিইউবিটির শিক্ষার্থীদের হাতে–কলমে প্রশিক্ষণ দিলো বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ‘লেভেল আপ উইথ এআই– রিইনভেন্টিং ক্যাম্পাস কানেক্ট ওয়ার্কশপ’ টি আগামীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই কর্মশালার প্রতিটি সেশনে শিক্ষার্থীরা গেমিং এক্সপেরিয়েন্স ও ইনফিনিক্সের ওয়ান ট্যাপ এআই–এর মতো ফিচার নিজের হাতে ব্যবহার করে দেখেছেন। এতে তারা বুঝতে পেরেছেন কীভাবে এআই আমাদের জীবনকে আরও সহজ, সংযুক্ত ও সৃজনশীল করে তুলছে।
শিক্ষার্থীরা গেমিং সেশনে অংশগ্রহণ করে ওয়ান ট্যাপ এআই–এর মতো আধুনিক ফিচার কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে। কীভাবে এআই আমাদের দৈনন্দিন জীবনে সুবিধা, সংযোগ ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করছে সে বিষয়ে শিক্ষার্থীরা সরাসরি ধারণা পাচ্ছেন।
প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি ক্যাম্পাসে স্থাপিত ইনফিনিক্স এক্সপেরিয়েন্স বুথ তরুণদের মিলনস্থলে পরিণত হয়। সেখানে ছোট ছোট প্রতিযোগিতা, স্মার্টফোনের নতুন ফিচার ঘিরে কৌতূহল, আর নতুন প্রজন্মের শিক্ষা ও বিনোদনের অভিজ্ঞতা- সবকিছুর ভেতর দিয়ে একটি আনন্দমুখর শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়।
‘লেভেল আপ উইথ এআই’–এর মাধ্যমে ইনফিনিক্স ক্যাম্পাসকে শুধু শিক্ষা নয়, বরং উদ্ভাবন ও কল্পনার উপযুক্ত ক্ষেত্র হিসেবে দেখাতে চেয়েছে।
শিক্ষার্থী ও শিক্ষকদের ইতিবাচক সাড়া পেয়ে ইনফিনিক্স এখন দেশের আরও বেশি বিশ্ববিদ্যালয়ে কানেক্ট প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে ব্র্যান্ডটি প্রযুক্তিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ও পরবর্তী প্রজন্মের উদ্ভাবকদের হাতে ক্ষমতায়নের বার্তা পৌঁছে দিতে চায়।







