কার্ডহীন কিস্তিতে স্মার্টফোন

২৭ অক্টোবর, ২০২৫ ১৬:৪৩  
কার্ডহীন কিস্তিতে স্মার্টফোন

স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও লাখো গ্রাহকের হাতের নাগালে আনতে কার্ডবিহীন কিস্তির সুবিধা চালু করেছে এআই প্রযুক্তিনির্ভর স্মার্টডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার। কার্ডবিহীন কিস্তির সেবাটি গ্রহণ করতে, নিজের সহ স্মার্টফোন ক্রেতার রক্তের সম্পর্ক আছে এমন একজন জামিনদারের এনআইডি এবং ব্যাংক হিসাব বা বিকাশ কিংবা নগদ ওয়ালেটের গত তিন মাসের স্টেটমেন্টসহ সর্বশেষ জমা দেয়া বিদ্যুৎ বিলের কপি জমা দিতে হবে। চাকরিজীবী ক্রেতারা তাদের অফিস আইডি কার্ড এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্স কিস্তি সুবিধার দলিল হিসেবে ব্যবহার করতে পারবেন। 

২৬ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই সেবার আওতায় ক্রেতারা কোন প্রকার ব্যাংক কার্ড ছাড়াই ক্যাশ পেমেন্টের মাধ্যমে সহজ কিস্তিতে স্মার্টফোন কিনতে পারছেন।

২৭ অক্টোবর, সোমবার অনার বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই স্কিমের আওতায় থাকছে সহজ ঋণ সুবিধাযেখানে ক্রেতারা তাদের পছন্দসই যেকোন অনার স্মার্টডিভাইস কিনতে পারবেন দামের ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ অর্থ জমা (ডাউন পেমেন্ট) দিয়েই। মূল্যের বাকি অংশ ৩ থেকে ৬ মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন। পাশাপাশিক্যাশ-নির্ভর এ কিস্তি সুবিধা নিশ্চিত করবে দ্রুত এবং ঝামেলা-মুক্ত অভিজ্ঞতাযেখানে পুরো অনুমোদন প্রক্রিয়া ২০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়। এই সেবা শুধুমাত্র অনার এর অফিশিয়াল ব্র্যান্ডশপস-এ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা এমন একটি পেমেন্ট অপশন তৈরি করতে চেয়েছিলাম যা সবার জন্য সুবিধাজনক। অনেক ক্রেতা নতুন স্মার্টফোন নিতে চানকিন্তু কিস্তিতে স্মার্টফোন কেনার প্রচলিত পদ্ধতিগুলি অনেকক্ষেত্রে জটিল বা ব্যয়বহুল হয়। আমাদের কার্ডবিহীন সেবার মাধ্যমে আমরা কিস্তিতে ফোন কেনার প্রক্রিয়া আরো সহজ করেছি। যদিও এখানে খুব সামান্য সার্ভিস চার্জ রয়েছেতারপরও নগদ টাকায় কিস্তির অর্থ পরিশোধ করার এ সুবিধা ক্রেতাদের জীবনকে আরও সহজ করবে।”