নেই কোনো মহিলা সদস্য

বেসিস’র নতুন সহায়ক কমিটি গঠন

২৭ অক্টোবর, ২০২৫ ২১:০৫  
২৭ অক্টোবর, ২০২৫ ২২:৪৩  
বেসিস’র নতুন সহায়ক কমিটি গঠন

বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিসের কার্যক্রম পরিচালনায় প্রশাসককে সহযোগিতা করার জন্য পুরোনো কমিটির একজন রেখে এবার গঠিত হলো ১০ সদস্যের সহায়ক কমিটি। বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী ২৭ অক্টোবর, সোমবার নতুন এই কমিটি গঠন করেন বেসিস-এর নতুন প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। 

আগের কমিটিতে দুই জন মহিলা সদস্য থাকলেও  বেসিসের প্রশাসকের সই করা এক অফিস আদেশে নতুন কমিটিতে কোনো মহিলা সদস্য নেই। তবে নতুন কমিটিতে থাকা টেকসল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল আগের কমিটিতেও ছিলেন। 

আর নতুন কমিটিতে যুক্ত হওয়া বাকি সদস্যরা হলেন- স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাঃ লিমিটেডের মুশফিকুর রহমান, ফ্লোরা টেলিকম লিমিটেডের মোস্তাফা রফিকুল ইসলাম, সিনার্জি ইন্টারফেস লিমিটেডের বেলাল আহমেদ, ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের রাশেদ কামাল, এইচআর সফটবিডি’র এএইচএম রোকমুনুর জামান রনি, বাংলা পাজল লিমিটেড এর মুহাম্মদ আব্দুল মজিদ, লেমিসে লিমিটেডের মোঃ জুয়েল, এটোভা টেকনোলজি’র ফেরদৌস আলম এবং মিট এক্সপার্ট’র সৈয়দ জাহিদ হোসেন। 

এর আগে চলতি বছরের ১ মে তৎকালীন চেয়ারম্যান রাফেল কবির পদত্যাগ করলে  ‍দিবাগত রাত ১২টায় বাণিজ্য সংগঠন আইন ১৮ ধারার ২ (ছ) এবং (জ) উপধারা অনুযায়ী সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্পের একটি জাতীয় বাণিজ্য সংস্থার নির্বাচিত কমিটি গঠনে প্রশাসককে সহায়তায় গঠিত সহায়ক কমিটি বাতিল করা হয়। প্রথমে ১১ জন নিয়ে গঠিত হলেও পরে ওই কমিটির পরিধি ১৫ জনে উন্নীত করা হয়েছিলোে। এই কমিটি বিলুপ্ত করার পর ৪ মে বেসিস প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসান।  

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর বেসিসের পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ এবং ১৯ অক্টোবর সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করেন। এরপর গত ৩০ অক্টোবর বেসিসের সভাপতি নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতির দায়িত্ব দেন। তবে বেসিসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো। প্রায় চার মাস অভিভাক শুন্য থাকা বেসিস-এ গত ৮ সেম্পেম্বর নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানকে এই দায়িত্ব দেয়া হয়।