নকিয়াতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া
এনভিডিয়া ও নকিয়া যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন প্রজন্মের ৬জি মোবাইল নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নিয়েছে। এই অংশীদারিত্বের অংশ হিসেবে এনভিডিয়া নকিয়ায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। খবর এনভিডিয়া নিউজরুম।
এই সহযোগিতায় নকিয়া তাদের রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক (আরএএন) পণ্যে এনভিডিয়া-চালিত বাণিজ্যিক মানের এআই-আরএএন প্রযুক্তি যুক্ত করবে, যা মোবাইল অপারেটরদের ৫জি-অ্যাডভান্সড ও ৬জি নেটওয়ার্ক চালু করতে সক্ষম করবে।
নতুন এআই-আরএন প্রযুক্তি মোবাইল ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত ও কার্যকর সংযোগ নিশ্চিত করবে, বিশেষ করে ভবিষ্যতের এআই-চালিত ডিভাইস যেমন ড্রোন, অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি চশমা বা রোবট ব্যবহারে সহায়ক হবে।
টি-মোবাইল যুক্তরাষ্ট্র, ডেল টেকনোলজিস ও নকিয়া এই উদ্যোগে এনভিডিয়ার সঙ্গে কাজ করছে। ২০২৬ সাল থেকে ৬জি নেটওয়ার্ক পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, “এআই-আরএএন টেলিযোগাযোগ খাতে বিপ্লব আনবে এবং যুক্তরাষ্ট্রকে আবারও এই খাতে বৈশ্বিক নেতৃত্বে ফিরিয়ে আনবে।”
ডিবিটেক/বিএমটি







