ক্যারিয়ার প্রো বিডি'র সাইবার সিকিউরিটি মাস উদযাপন
“চলো একটি ভালো সাইবার সমাজ গঠন করি" বার্তা ছড়িয়ে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হলো ‘সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতা অনুষ্ঠান ২০২৫।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এবং আম্বার আইটির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান করে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করা সংস্থা ক্যারিয়ার প্রো বিডি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে এআইইউবি’র প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মৌলিক সাইবার প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ‘প্রি-রেজিস্ট্রেশন’ করেন এবং বাকিরা ‘অন-স্পট’ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রো বিডি’র পক্ষ থেকে ‘ই-সার্টিফিকেট’ দেওয়া হবে বলে জানান আয়োজকেরা। এআইইউবি কম্পিউটার হাব, ওএসএ এআইইউবি, ইউনি গ্লোবাল এবং আহমেদ ফুডসের সহযোগিতায় টানা চতুর্থবারের মতো এই কর্মশালার আয়োজন করলো ক্যারিয়ার প্রো বিডি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইসিটি বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডি প্রকলের পরিচালক মনজুর মোহাম্মদ শহরিয়ার বলেন, “এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনেক সময়োপযোগী এবং ক্যারিয়ার প্রো বিডিকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ গ্রহনের জন্য। সাইবার নিরাপত্তায় সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে, এ সংক্রান্ত আইন ও বিধিমালা তৈরি করা হচ্ছে। সাইবার নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই’।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে এআইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ক্যারিয়ার প্রো বিডি’র উপদেষ্টা লায়লা নাজনীন, ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বিডির প্রেসিডেন্ট ড. কে. এম. হাসান রিপন, টেক্সাস টিম গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মুরাদ হোসেন, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রশিক্ষক জি. এম. ফারুক আহমেদ, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সাদমান সাদিক, আম্বার আইটির সিনিয়র অফিসার আল ইসলাম এবং সিনেসিস আইটির হেড অফ অপারেশন্স হাফিজুল্লাহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।







