দ্বৈচয়নে রাত পোহালেই বন্ধ হচ্ছে ১০টির অধিক মোবাইল সিম
 
                                ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে ব্যক্তিগত ব্যবহারে একটি এনাইডির বিপরীতে নিবন্ধিত ১০টির সিমের সীমা। অর্থাৎ এ দিন থেকেই বন্ধ হয়ে যাবে আগের নিয়মে থাকা ১৫টি সীমায় থাকা অতিরিক্ত ৫টি সিম। নিজে থেকেই গ্রাহক যেন তার অপ্রয়োজনীয় সিমটি বন্ধ করেন সে জন্য অতিরিক্ত সিম ডিরেজিস্ট্রেশনের সুযোগ রেখেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।
৩১ ডিসেম্বর, শুক্রবারের মধ্যে যারা ১০টির অতিরিক্স সিম ডিরেজেস্ট্রেশন করবেন না; দ্বৈবচয়ন পদ্ধতিতে তাদের সিমগুলো বন্ধ হয়ে যাবে। গ্রাহকের বিনা অনুমতিতে সিম বন্ধ করে দেয়া তার অধিকার লঙ্ঘন কি না এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী জানিয়েছেন, দ্বৈবচয়নের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।
তিনি বলেছেন, আমরা পর্যালোচনা করে দেখেছি, বর্তমান সময়ে একজন ব্যক্তির ১০টির বেশি সিম ব্যবহৃত হয় না। তাছাড়া তার নামে অব্যবহৃত সিম ক্লোন হওয়ার ঝুঁকিও থাকে। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে ব্যঘাত ঘটে। তাই আমরা দীর্ঘ দিন ধরে গ্রাহকদের অপ্রয়োজনীয় সিমগুলো ডিরেজিস্ট্রেশনের সুযোগ দিয়ে এসেছি। এখন সিম নেয়া খুবই সহজ। বায়োমেট্রিক ছাপ আর এনআইডি দিলেই সিম নেয়া যায়। ফলে প্রাপ্তবয়স্ক যে কেউ নিজ নামে সিম নিতে পারেন। এ জন্য আগের মতো পরিবারের প্রধানের নামে সিম তোলার দরকার হয় না। মোবাইল সিম ক্ষেত্রে একটি শৃঙ্খলা আনতে আমরা ১০টি সিমের সীমা বেধে দিয়েছি। তাই যাদের এর অতিরিক্ত সিম থাকবে তা দ্বৈব চয়ন পদ্ধতিতে বন্ধ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমরা দেখবো একটি আইডি’র অধীনে থাকা কোন সিমটি অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয়; কিংবা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে না তা বন্ধ করে দিতে। এর পরও যদি কারও পছন্দের সিম বন্ধ করা হয় তখন তিনি সেটি ফিরিয়েও নিতে পারবেন। এক্ষেত্রে বন্ধ সিমগুলো নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত অবিক্রিত থাকবে। তবে যখনই কেউ নতুন করে সিম নিবন্ধন করতে যাবেন তখন তার নামে কয়টা সিম আছে তা যাচাই করা হবে। সেসময় সরাসরি ব্যবহারকারী নিজের কোন সিমটি রেখে কোনটা বন্ধ করবেন সেই সুযোগ পাবেন।
এক্ষেত্রে নিজের নামে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানতে হলে প্রথমে এনআইডি কার্ডের শেষ ৪টি ডিজিট লিখে *১৬০০১# নম্বরে ডায়াল করে তথ্যটি মুঠোফোনেই জানা যাবে। এক্ষেত্রে এনআইডির শেষ ৪টি সংখ্যা লিখে সেন্ড করতে হবে। ফিরতি বার্তায় কোন কোন অপারেটরের কয়টি সিম নিবন্ধিত তার শেষ তিনটি সংখ্যা জানিয়ে দেবে।
তবে অতিরিক্ত সিম বন্ধ করতে হলে অনলাইনে সুযোগ নেই। এজন্য কাস্টমার কেয়ারে যেতে হবে। সেখানে এনআইডি কার্ডের ফটোকপি দেখিয়ে ডিরেজিস্ট্রেশন ফরম পূরণ করে আঙুলের ছাপ দিয়ে সিম ডিরেজিস্ট্রেশন করা যাচ্ছে। তবে একসঙ্গে একই অপারেটরের দুইটির বেশি সিম ডিরেজিস্ট্রেশন করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা।
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
