দ্বৈচয়নে রাত পোহালেই বন্ধ হচ্ছে ১০টির অধিক মোবাইল সিম

৩১ অক্টোবর, ২০২৫ ০০:১৪  
৩১ অক্টোবর, ২০২৫ ১০:১৬  
দ্বৈচয়নে রাত পোহালেই বন্ধ হচ্ছে ১০টির অধিক মোবাইল সিম

১ নভেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে ব্যক্তিগত ব্যবহারে একটি এনাইডির বিপরীতে নিবন্ধিত ১০টির সিমের সীমা। অর্থাৎ এ দিন থেকেই বন্ধ হয়ে যাবে আগের নিয়মে থাকা ১৫টি সীমায় থাকা অতিরিক্ত ৫টি সিম। নিজে থেকেই গ্রাহক যেন তার অপ্রয়োজনীয় সিমটি বন্ধ করেন সে জন্য অতিরিক্ত সিম ডিরেজিস্ট্রেশনের সুযোগ রেখেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। 

৩১ ডিসেম্বর, শুক্রবারের মধ্যে যারা ১০টির অতিরিক্স সিম ডিরেজেস্ট্রেশন করবেন না; দ্বৈবচয়ন পদ্ধতিতে তাদের সিমগুলো বন্ধ হয়ে যাবে। গ্রাহকের বিনা অনুমতিতে সিম বন্ধ করে দেয়া তার অধিকার লঙ্ঘন কি না এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী জানিয়েছেন, দ্বৈবচয়নের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। 

তিনি বলেছেন, আমরা পর্যালোচনা করে দেখেছি, বর্তমান সময়ে একজন ব্যক্তির ১০টির বেশি সিম ব্যবহৃত হয় না। তাছাড়া তার নামে অব্যবহৃত সিম ক্লোন হওয়ার ঝুঁকিও থাকে। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে ব্যঘাত ঘটে। তাই আমরা দীর্ঘ দিন ধরে গ্রাহকদের অপ্রয়োজনীয় সিমগুলো ডিরেজিস্ট্রেশনের সুযোগ দিয়ে এসেছি। এখন সিম নেয়া খুবই সহজ। বায়োমেট্রিক ছাপ আর এনআইডি দিলেই সিম নেয়া যায়। ফলে প্রাপ্তবয়স্ক যে কেউ নিজ নামে সিম নিতে পারেন। এ জন্য আগের মতো পরিবারের প্রধানের নামে সিম তোলার দরকার হয় না। মোবাইল সিম ক্ষেত্রে একটি শৃঙ্খলা আনতে আমরা ১০টি সিমের সীমা বেধে দিয়েছি। তাই যাদের এর অতিরিক্ত সিম থাকবে তা দ্বৈব চয়ন পদ্ধতিতে বন্ধ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমরা দেখবো একটি আইডি’র অধীনে থাকা কোন সিমটি অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয়; কিংবা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে না তা বন্ধ করে দিতে। এর পরও যদি কারও পছন্দের সিম বন্ধ করা হয় তখন তিনি সেটি ফিরিয়েও নিতে পারবেন। এক্ষেত্রে বন্ধ সিমগুলো নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত অবিক্রিত থাকবে। তবে যখনই কেউ নতুন করে সিম নিবন্ধন করতে যাবেন তখন তার নামে কয়টা সিম আছে তা যাচাই করা হবে। সেসময় সরাসরি ব্যবহারকারী নিজের কোন সিমটি রেখে কোনটা বন্ধ করবেন সেই সুযোগ পাবেন। 

এক্ষেত্রে নিজের নামে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানতে হলে প্রথমে এনআইডি কার্ডের শেষ ৪টি ডিজিট লিখে *১৬০০১# নম্বরে ডায়াল করে তথ্যটি মুঠোফোনেই জানা যাবে। এক্ষেত্রে এনআইডির শেষ ৪টি সংখ্যা লিখে সেন্ড করতে হবে। ফিরতি বার্তায় কোন কোন অপারেটরের কয়টি সিম নিবন্ধিত তার শেষ তিনটি সংখ্যা জানিয়ে দেবে। 

তবে অতিরিক্ত সিম বন্ধ করতে হলে অনলাইনে সুযোগ নেই। এজন্য কাস্টমার কেয়ারে যেতে হবে। সেখানে এনআইডি কার্ডের ফটোকপি দেখিয়ে ডিরেজিস্ট্রেশন ফরম পূরণ করে আঙুলের ছাপ দিয়ে সিম ডিরেজিস্ট্রেশন করা যাচ্ছে। তবে একসঙ্গে একই অপারেটরের দুইটির বেশি সিম ডিরেজিস্ট্রেশন করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা।