বার্ষিক সেল উৎসব ১১.১১ উপলক্ষে এবার নতুনভাবে সাজানো দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের দারাজমলে ব্র্যান্ড ও অনুমোদিত সেলাররা দিচ্ছে অথেনটিসিটি গ্যারান্টি। এই গ্যারান্টির অধীনে ক্রীত পণ্য আসল না হলে শর্ত সাপেক্ষে তিন গুণ পর্যন্ত ক্যাশব্যাক দেবে তারা।
৩০ অক্টোবর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দারাজ বাংলাদেশ।
এ বিষয়ে দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার এবং দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “দারাজের সামগ্রিক ব্যবসায়িক কৌশলে দারাজমল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দক্ষিণ এশিয়ায় তাদের প্রযুক্তিগত বা ব্যবসায়িক কৌশলের মাধ্যমে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। দারাজমলের মাধ্যমে আমরা ব্র্যান্ড ও গ্রাহকদের সংযোগের ধরন নতুনভাবে সংজ্ঞায়িত করছি—যেখানে ভরসা ও বিশ্বাসই হচ্ছে মূল ভিত্তি, যা এখনকার অনলাইন ক্রেতাদের জন্য সবচেয়ে মূল্যবান। আমাদের ‘অথেন্টিসিটি গ্যারান্টি’ এই আস্থাকে আরও শক্তিশালী করে।”
জানাগেছে, এই ১১.১১ ক্যাম্পেইনে দারাজমল দক্ষিণ এশিয়ার গ্রাহকদের দিচ্ছে ১ কোটি ১৭ লক্ষেরও বেশি ব্র্যান্ডেড পণ্যে আকর্ষণীয় অফারসহ উচ্ছ্বাস ও নিশ্চয়তার এক অনন্য সংমিশ্রণ। তিনগুণ ক্যাশব্যাকসহ মানসম্মত পণ্যের গ্যারান্টির পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল এবং প্রতিদিনের ব্র্যান্ড রাশ আওয়ারে ৬০% পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার সুবিধা। গ্রাহকরা দ্রুততম ২ দিনের মধ্যে ডেলিভারি এবং ঝামেলাহীন ১৪-দিনের রিটার্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যা কেনাকাটার অভিজ্ঞতাকে করবে চিন্তামুক্ত।
দারাজমলের মোবাইল ব্র্যান্ড হিসেবে দারাজের সাথে এই সফল অগ্রযাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিয়েলমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন চেন বলেন, "দারাজের সাথে আমাদের এই পথচলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে রিয়েলমি-তে আমরা সত্যিই রোমাঞ্চিত, বিশেষ করে দারাজের ৭.৭, ৯.৯ এবং ১০.১০ ক্যাম্পেইনের অভূতপূর্ব সাফল্যের পর, যা প্ল্যাটফর্মটিতে 'নম্বর ১' মোবাইল ব্র্যান্ড হিসেবে আমাদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছে। এই সাফল্য এসেছে দারাজের সাথে আমাদের একই অঙ্গীকারের প্রতিফলন হিসেবে, যার মাধ্যমে আমরা রিয়েলমি নোট ৬০এক্স, সি৭১ এবং রিয়েলমি ১৪ সিরিজের মতো আমাদের জনপ্রিয় ও অত্যাধুনিক প্রযুক্তি লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পেরেছি। আসন্ন ১১.১১-তে, আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সর্বাধুনিক রিয়েলমি সি৮৫ প্রো এবং সম্পূর্ণ নতুন রিয়েলমি ১৫ সিরিজের পাশাপাশি গ্রাহকদের অন্যতম পছন্দের নোট ৬০এক্স, নোট ৭০ ও সি৭১-এর মতো ডিভাইসগুলো থাকছে অভাবনীয় সব মূল্যে! দারাজের এই ১১.১১-তে রিয়েলমির অসাধারণ অফার জানতে নিয়মিত চোখ রাখুন।"
সূত্র বলছে, দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস) এআই-চালিত টার্গেটিংয়ের মাধ্যমে কম খরচে কার্যকরভাবে ট্র্যাফিককে কনভার্সনে রূপান্তর করে, অন্যদিকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম ব্র্যান্ডগুলোকে ইনফ্লুয়েন্সার নেটওয়ার্কের মাধ্যমে আরও বিস্তৃত ও স্বতঃস্ফূর্ত প্রচারের সুযোগ করে দেয়। ই টুলগুলোর পাশাপাশি, দারাজ বিজনেস সলিউশনস (ডিবিএস) সম্পূর্ণ ই-কমার্স ম্যানেজমেন্ট সেবা প্রদান করে, যা সেলারদের কার্যক্রম প্রসারিত করতে এবং দারাজমলে শীর্ষস্থানীয় ব্র্যান্ডে রূপান্তরিত হতে সহায়তা করে।