আসল ওষুধ সরবরাহে ১৫ হাজার ফার্মেসির সাথে পাল্‌সটেক

২৮ অক্টোবর, ২০২৫ ১০:৫৬  
আসল ওষুধ সরবরাহে ১৫ হাজার ফার্মেসির সাথে পাল্‌সটেক

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতার নতুন অধ্যায় সূচনা করেছে দেশের দ্রুত-বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠান পাল্‌সটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির তৈরি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীর ১৫ হাজারে এরও বেশি ফার্মেসি এখন সহজে ও নিরাপদে আসল ওষুধ সংগ্রহ করছে, যা দেশের ফার্মাসিউটিক্যাল সরবরাহ ব্যবস্থায় আস্থা ও দক্ষতা বাড়িয়েছে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগকারীদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে, যা তাদের প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী কার্যক্রম আরও বিস্তারে সহায়তা করছে। এ বিনিয়োগ পাল্‌সটেককে দেশের স্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে নতুন গতি দিয়েছে।

২০২১ সালে প্রতিষ্ঠিত পাল্‌সটেক “তথ্যকে সহজ ও কার্যকরভাবে উপস্থাপন” এই দর্শনে কাজ করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য প্রযুক্তিকে মানুষের জন্য আরও সহজ, নৈতিক ও উপকারী করে তোলা। তারা বিশ্বাস করে, প্রযুক্তি মানুষকে সাহায্য করবে, জটিল করবে না।  

সেই ভাবনা থেকেই পাল্‌সটেক কাজ করছে তথ্যকে “বিশাল নয়, বরং অর্থবহ” করে তোলার লক্ষ্যে। প্রতিষ্ঠানটি নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, দায়িত্বশীল তথ্য ব্যবহার এবং সহজবোধ্য ডিজাইন উন্নয়নে কাজ করছে, যাতে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবহারকারীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

পাল্‌সটেক-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফিন রাফি আহমেদ বলেন, “সাফল্য শুধু সংখ্যায় নয়, প্রকৃত সাফল্য আসে তখনই, যখন আমরা গ্রাহকের আস্থা অর্জন করি এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারি। পাল্‌সটেক-এ আমরা প্রতিটি সমাধান তৈরি করি সততা, বিশ্বাস ও মানুষের প্রতি যত্নকে প্রাধান্য দিয়ে। আমরা শুধু প্রযুক্তি তৈরি করছি না; আমরা গড়ে তুলছি একটি ইতিবাচক প্রভাব ও নৈতিক উদ্ভাবনের ধারাবাহিকতা।”  

ভবিষ্যতে পাল্‌সটেক আরও বিনিয়োগ করছে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যের স্বচ্ছতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নে। প্রতিষ্ঠানটি চায় বাংলাদেশের প্রযুক্তি খাতে মানবকেন্দ্রিক উদ্ভাবনের নতুন মানদণ্ড গড়ে তুলতে।