এআইয়ের প্রয়োগে ১৪ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে অ্যামাজন তাদের বৈশ্বিক করপোরেট কর্মীসংখ্যা প্রায় ১৪ হাজার কমানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছরেও আরও ছাঁটাই হতে পারে। খবর রয়টার্স।
মহামারির সময় অতিরিক্ত নিয়োগ ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ছাঁটাইয়ের ফলে অ্যামাজনের বিভিন্ন বিভাগ—বিশেষ করে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও প্রাইম ভিডিও—প্রভাবিত হবে।
অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি এর আগে সতর্ক করেছিলেন, এআই-চালিত স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালুর ফলে বহু করপোরেট পদ অপ্রয়োজনীয় হয়ে পড়বে। বর্তমানে কোম্পানিটির মোট কর্মীসংখ্যা প্রায় ১৫ লাখ ৬০ হাজার, যার মধ্যে ৩ লাখ ৫০ হাজার করপোরেট পর্যায়ের।
প্রভাবিত কর্মীদের জানানো ইমেইলে বলা হয়েছে, “দুঃখজনকভাবে আপনার পদটি বিলুপ্ত করা হয়েছে।” তাদের ৯০ দিনের সময় দেওয়া হবে অভ্যন্তরীণভাবে নতুন পদ খোঁজার জন্য। অ্যামাজন জানিয়েছে, তাদের নিয়োগ দল এসব কর্মীকে অগ্রাধিকার দেবে।
ডিবিটেক/বিএমটি







