৩১ অক্টোবর বিকেলে বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের নিয়ে গোলটবিল বৈঠক

৩০ অক্টোবর, ২০২৫ ১৮:০৩  
৩১ অক্টোবর বিকেলে বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের নিয়ে গোলটবিল বৈঠক

বাংলাদেশে বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের চাকুরীক্ষেত্র: প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও উত্তরনের পথ”  খুঁজতে ঢাকায় ৩১ অক্টোবর শুক্রবার বিকালে বসছে গোলটেবিল বৈঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস), ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কনফারেন্স রুমে বিকেল সেয়া তিনটা থেকে আলোচনা সভাটি চলবে সাড়ে ৫টা পর্যন্ত। 

অয়োজক সূত্রে প্রকাশ, “বাংলাদেশে বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের চাকুরীক্ষেত্র: প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও উত্তরনের পথ” শীর্ষক এই গোলটেবিল আলোচনায় দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের প্রতিনিধিদের একত্রিত করে বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের বর্তমান অবস্থা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান ও কৌশল নিয়ে মুক্ত আলোচনা হবে। 

এ আলোচনায় অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর পরিচালক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষকবৃন্দ।

বৈঠকের আয়োজক নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (এনওয়াইবিবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ ও বিভাগের ক্লাব (জিইবিসি)।

প্রসঙ্গত,  এনওয়াইবিবি ২০০৫ সাল থেকে দেশের তরুণ বায়োটেকনোলজিস্ট, গবেষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষ জাতীয় সংগঠন হিসেবে কাজ করে আসছে। সংগঠনটি জীবপ্রযুক্তি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমের প্রসারে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

এই গোলটেবিল বৈঠক দেশের তরুণ জীবপ্রযুক্তিবিদদের জন্য কর্মসংস্থানের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও সমাধানমুখী আলোচনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।