সুরক্ষিত হচ্ছে বিটিআরসি’র ওয়েব ঠিকানা
বন্ধ হচ্ছে ১০ অধিক সিম; খুলতে যাচ্ছে এনইআইআর জট
দেশের মোবাইল টেলিকম খাতে চলতি অক্টোবর মাসের শেষ ভাগটা স্মরণীয় হতে চলেছে। এক দফা খুলেও বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) তালা হয়তো ফের খুলতে যাচ্ছে। ২৯ অক্টোবর বিটিআরসি ভবনে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করা হবে।
অপর দিকে মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে আগামী ৩০ অক্টোবরের পর থেকে শুরু হবে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের অধীনে নিবন্ধিত ১০টির অতিরিক্ত সিম বন্ধ করার প্রক্রিয়া। বর্তমানে একজন গ্রাহক ১৫টি সিমের অধিকারী হতে পারলে নভেম্বর থেকে দ্বৈব চয়ন পদ্ধতিতে সীমার অতিরিক্ত ৫টি সিম লক করে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।
এদিকে নাগরিকের নিরাপত্তায় যখন মুঠোফোন নিবন্ধন এবং এতে ব্যবহৃত সিমের সংখ্যা ১০টিতে বেধে নিতে কাজ করছে; তখন খোদ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র ওয়েব সাইটই ‘সুরক্ষিত নয়’’। ওয়েব ব্রাউজার এবং সার্ভারের মধ্যে যোগাযোগের সময় নিরাপদ প্রটোকল হিসেবে ব্যবহৃত ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির বাইরে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন লেয়ারে ‘সিকিউর সকেট লেয়ার’ নেই। অর্থাৎ এই ওয়েবসাইটটিতে ‘নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো ডেটা তৃতীয় পক্ষের দ্বারা দেখা বা হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে।
সূত্রমতে, এই ওয়েবসাইট দেখভালের দায়িত্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন এটুআই-এর। ইতিমধ্যে সংস্থাটির সঙ্গে এ নিয়ে বিটিআরসি’র পক্ষ থেকে অবহিতও করা হয়েছে।
সূত্রমতে, জাতীয় ভাবে দেশে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে ২৮ কোটি টাকা দিয়ে কেনা হয় এনইআইআর ইক্যুইপমেন্ট। এরপর ২০২১ সালে দুই সপ্তাহ চালু ছিলো এই প্রযুক্তিটি। তবে ওই বছর বন্ধ হওয়ার পর ২০২৪ সাল এবং তৃতীয়বারে ২০২৫ সালে চালুর উদ্যোগ নিলেও তা আটকে যায়। অবশ্য বছরের শেষভাগে এসে সেই জট এখন খুলতে যাচ্ছে। ‘বিগত সময়ের মতো বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে রাষ্ট্রের স্বার্থকে বিকিয়ে দেয়া সুযোগ’ বন্ধের এই পরিবেশে ফের এই তালা খুলতে দৃঢ়তা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘অবশেষে অবৈধ ফোন বন্ধে এনইআইআর কার্যকর করা হচ্ছে। আমরা এখান হতে আর কোনোভাবেই সরে আসছি না। বিগত সময়ের মতো বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে রাষ্ট্রের স্বার্থকে এড়িয়ে যাওয়ার ঘটনা এখন ঘটার সুযোগ নেই।’
বিশ্বস্ত্র সূত্রে প্রকাশ আগামী ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ রূপে চালু হবে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারটি। আগে যেটি চালু হয়েছিলো সেটিতে মৌলিক কয়েকটি ফিচার ছিলো না। তা ছাড়া তিন বছরের চুক্তিও শেষ হওয়ায় নতুন একটি প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেয়া হয়। ফলে এবার র্পূ্ণাঙ্গ ভাবেই চালু হচ্ছে এটি।
প্রসঙ্গত, গ্রাহকদের নিবন্ধিত ১০টির অধিক সিম ডি-রেজিস্টার করতে দুই দফা সময় বাড়িয়েছিলো বিটিআরসি। সিম ডিরেজিস্টারের জন্য স্বয়ক্রিয় পদ্ধতিও চালু করা হয় কমিশনের পক্ষ থেকে। নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা *১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।







