বিএনএনআরসি’র জাতিসংঘের গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট প্রক্রিয়াকে অনুসমর্থন

১৫ মার্চ, ২০২৫  
১৫ মার্চ, ২০২৫  
বিএনএনআরসি’র জাতিসংঘের গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট প্রক্রিয়াকে অনুসমর্থন

সুরক্ষিত এবং নিরাপদ ডিজিটাল ভবিষ্যত তৈরির জন্য  জাতিসংঘ গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট (জিডিসি) প্রক্রিয়াকে অনুসমর্থন করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। এই অনুসমর্থনের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিদ্যমান ডিজিটাল বিভাজন দূর করা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে অগ্রগতি ত্বরান্বিত করতে কাজ করবে সংস্থাটি।

একইসঙ্গে সকলের জন্য ডিজিটাল অর্থনীতিতে অন্তর্ভুক্তি এবং সুবিধাগুলি প্রসারিত করা; একটি অন্তর্ভুক্তিমূলক, উন্মুক্ত, নিরাপদ এবং সুরক্ষিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা যা মানবাধিকারকে সম্মান করে, রক্ষা করে এবং প্রচার করে; অগ্রিম দায়িত্বশীল, ন্যায়সঙ্গত এবং আন্ত:পরিচালনাযোগ্য ডেটা শাসন পদ্ধতি চালু; মানবতার সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও উন্নত করতে ডিজিডসি’র সঙ্গে সমান্তরালভাবে কাজ করবে বিএনআরসি। 

শনিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট হলো ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য একটি আন্ত:সরকার ও জাতিসংঘের বৈশ্বিক শাসনব্যবস্থা। ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির বিশ্ব শীর্ষ সম্মেলনের বিশ বছর পর, এটি ডিজিটাল প্রযুক্তির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে এবং ডিজিটাল বিভাজন দূর করার জন্য বিশ্বব্যাপী ডিজিটাল সহযোগিতার জন্য একটি প্রক্রিয়া।

১৯৩টি সদস্য রাষ্ট্রের দ্বারা আলোচনায় এবং বিশ্বব্যাপী বিগত চার বছরব্যাপী পরামর্শের দ্বারা অবহিত, গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট (জিডিসি) অনলাইনে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সমুন্নত রাখতে এবং ডিজিটাল স্থানকে উন্মুক্ত, নিরাপদ ও সুরক্ষিত করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে প্রতিশ্রুতি দেয়।  

ডিজিটাল কম্প্যাক্ট এর সহযোগিতায় বেসরকারী খাত, প্রযুক্তি নিয়ে যারা কাজ করেন, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যম এবং নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেয়। এটি সকল অংশীজনদের জন্য একটি উন্মুক্ত, সুরক্ষিত এবং নিরাপদ ডিজিটাল ভবিষ্যত তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।  

বিএনএনআরসি ২০২০ সাল হতে বাংলাদেশে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট প্রক্রিয়ায় অংশীজনদের অংশগ্রহণের জন্য জাতীয় সচিবালয় হিসেবে অবদান রেখেছে। বিএনএনআরসি কৌশলগতভাবে ডিজিটাল ডেভেলপমেন্ট, ভুলতথ্য ও অপতথ্য এবং অনলাইন স্পেসগুলির দিকে এর ফোকাস প্রদান করেছে, ২০১৫ সাল থেকে ডিজিটাল ডেভেলপমেন্ট, ডিজিটাল রূপান্তর এবং ডিজিটাল স্থানীয়করণের জন্য নিরলসভাবে কাজ করছে।

বিএনএনআরসি-এর কর্মপ্রচেষ্টা হলো গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন। বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট-এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার-২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০,২০২১ এবং ২০২৩-এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।