চীনের কড়া নজরদারিতে ডিপসিক

চীন নিজস্ব প্রযুক্তি খাতে বড় সফলতা হিসেবে ডিপসিককে দেখছে বলে ধারণা করা হচ্ছে। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপটি এখন সরকারি কঠোর বিধিনিষেধের আওতায় কাজ করছে। খবর টেকক্রাঞ্চ।
জানুয়ারিতে উন্মুক্ত "যুক্তিতর্ক" মডেল আর১ প্রকাশের মাধ্যমে দ্রুত পরিচিতি পাওয়া ডিপসিকের কিছু কর্মীকে এখন বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দ্য ইনফরমেশন। একই সঙ্গে, কোম্পানিতে বিনিয়োগকারীদের যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে চীনা সরকার সক্রিয় ভূমিকা রাখছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিপসিকের মূল প্রতিষ্ঠান, কোয়ান্টিটেটিভ হেজ ফান্ড হাই-ফ্লায়ার, কিছু কর্মীর পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে তাদের ভ্রমণ সীমিত করছে।
এই পরিস্থিতির পেছনে চীনের সাম্প্রতিক নির্দেশনার প্রভাব থাকতে পারে, যেখানে দেশটির সরকার এআই গবেষক ও উদ্যোক্তাদের যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চলতে বলেছে, যাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য বিদেশে ফাঁস না হয়।
এ বিষয়ে ডিপসিকের প্রতিক্রিয়া জানতে টেকক্রাঞ্চ তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
ডিবিটেক/বিএমটি