এআইনির্ভর সার্চ মোড আনছে গুগল

এবার পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ মোডের পরীক্ষা শুরু করেছেসার্চ জায়ান্ট গুগল। নতুন এই এআই সার্চ মোডটিতে বিভিন্ন লিংকের তালিকা দেখানোর বদলে চ্যাটজিপিটির চ্যাটবটের মতোই কথোপকথনের উপায়ে প্রশ্নের উত্তর দেবে। এটি গুগলের সর্বশেষ এআই মডেল জেমিনাই ২.০-এর মাধ্যমে চলবে। (সূত্র: ডেইলি ইনডিপেন্ডেন্ট)
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, গুগল এর এআই মোডটি বর্তমানে কেবল ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ পাবেন। পরে সম্ভবত বিভিন্ন এআই টুলের মতোই এটিকে ব্যবহার করতে পারবেন সব ব্যবহারকারী।
এজন্য নিজেদের ‘এআই ওভারভিউ’তে নতুন আপডেটও উন্মোচন করেছে গুগল। এআই ওভারভিউ দেখতে ব্যবহারকারীদের এখন আর সাইন ইন করার প্রয়োজন হবে না। অর্থাৎ, গোটা বিশ্বের প্রায় পাঁচশ কোটি ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট’সহ বা ছাড়াই গুগল ব্যবহার করতে পারবেন।
নতুন এই মডেলটি নিয়ে এক ব্লগ পোস্টে গুগল বলেছে, “আপনার মনে যা কিছু আসে তা নিয়ে প্রশ্ন করতে পারেন এ এআইনির্ভর সার্চ মোডকে, যা এ সংশ্লিষ্ট সহায়ক ওয়েব লিংকের মাধ্যমে প্রশ্নের আরও কার্যকর উত্তর দিতে পারবে। এআই মোড এমন বিভিন্ন প্রশ্নের জন্য বিশেষভাবে সহায়ক, যেসব প্রশ্নের আরও অনুসন্ধান, তুলনা ও যুক্তির প্রয়োজন। এটিকে আপনি এমন কিছু সূক্ষ্ম বিষয়ে প্রশ্ন করতে পারেন, যা আগে একাধিকবার অনুসন্ধান করা হয়েছে। এর মাধ্যমে একটি নতুন ধারণা বা এর বিস্তারিত নানা বিকল্পের সঙ্গে তুলনা করতে এবং এ সম্পর্কে আরও জানতে লিংক’সহ একটি সহায়ক এআইনির্ভর উত্তর পেতে পারেন।”
প্রসঙ্গত, সম্প্রতি সার্চ রেজাল্টে বিতর্কিত ‘এআই ওভারভিউজ’ ফিচারের কারণে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন এক শিক্ষা পরিষেবা কোম্পানি ‘চেগ’। প্রতিষ্ঠিানটি জানিয়েছে, তাদের ইন্টারনেটের কার্যক্রমে গুগলের এই ফিচারটি এতটাই প্রভাব ফেলেছে যে, এর কারণে কোম্পানিটির ট্রাফিক ও রাজস্ব নাটকীয়ভাবে ক্ষতির মুখে পড়েছে।