৬০ হাজারের অধিক গাড়ি প্রত্যাহার করছে ফক্সওয়াগেন

ফক্সওয়াগেন যুক্তরাষ্ট্রে ৬০,৪৯০টি গাড়ি প্রত্যাহার করছে। এসব গাড়িতে গিয়ার অবস্থান সঠিকভাবে প্রদর্শিত না হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পার্কিং ব্রেক না লাগালে গাড়ি গড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। শনিবার মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
প্রত্যাহারকৃত গাড়ির তালিকায় ২০২১-২০২৩ সালের আইডি.৪, ২০২২-২০২৩ সালের অডি কিউ৪ ই-ট্রন এবং কিউ৪ ই-ট্রন স্পোর্টব্যাক মডেলের গাড়ি রয়েছে। নিরাপত্তা ত্রুটির কারণে ফোক্সওয়াগেন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ডিবিটেক/বিএমটি