প্রথমবারের মতো প্রধান এআই কর্মকর্তা নিয়োগ দিলো জিএম

জেনারেল মোটরস (জিএম) তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কর্মকর্তা নিয়োগ দিয়েছে। সোমবার কোম্পানিটি ঘোষণা করেছে যে তারা বারাক তুরোভস্কিকে এই নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে। খবর রয়টার্স।
৪৯ বছর বয়সী তুরোভস্কি আগে সিসকো এবং গুগলে এআই প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। তিনি জিএমের সফটওয়্যার ও সার্ভিস ইঞ্জিনিয়ারিং দলের অংশ হিসেবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ রিচার্ডসনের কাছে রিপোর্ট করবেন।
জিএম জানিয়েছে, এআই তাদের বৈদ্যুতিক গাড়ি (ইভি), অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন (আইসিই) এবং স্বায়ত্তশাসিত প্রযুক্তির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরোভস্কির নেতৃত্বে কোম্পানিটি পণ্যের উন্নতি, উৎপাদন কার্যক্রম সহজতরকরণ এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে এআই ব্যবহার বাড়াবে।
জিএম ইতোমধ্যেই ইভি চার্জার স্থাপনের জন্য সঠিক স্থান নির্ধারণ, ডিলারদের জন্য গাড়ির অর্ডার প্রক্রিয়া সহজ করা এবং উৎপাদন প্রক্রিয়া অপ্টিমাইজ করার মতো কাজে এআই ব্যবহার করছে। নতুন এআই প্রধানের নেতৃত্বে এসব উদ্যোগ আরও প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি