এআই জিনি ফিচারে দেশে আসছে রিয়েলমি ১৫ সিরিজ

১ অক্টোবর, ২০২৫ ০১:২৫  
১ অক্টোবর, ২০২৫ ১২:২৬  
এআই জিনি ফিচারে দেশে আসছে রিয়েলমি ১৫ সিরিজ

আগের চেয়ে আরো হালকা ও বোল্ডভাবে-এআই পার্টি ফোন হিসেবে প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ। রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

সূত্রমতে, ভিন্ন ভিন্ন মার্কেট সেগমেন্টের জন্য একাধিক ভার্সনে উন্মোচিত হবে রিয়েলমি ১৫ সিরিজ। ফলে অ্যামোলেড ডিসপ্লে ও এআই ড্রাইভেন ফিচারের এই সিরিজে ক্রেতার পছন্দের সুযোগে থাকছে বৈচিত্রময়তা। 

রিয়েলমি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বর জানানো হয়েছে, আগত স্মার্টফোনে ব্যবহারকারীদের জন্য থাকছে ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট ‘এআই জিনি’। এর সাহায্যে ব্যবহারকারীরা ফটোগ্রাফি থেকে শুরু করে প্রতিদিনের কাজগুলো করতে পারবেন অধিকতর দ্রুত ও স্মার্ট উপায়ে । ফ্ল্যাগশিপ নাম্বারের সিরিজটিতে থাকছে এআই স্মার্ট রিমোভার ২.০, যা ব্যবহারকারীদের সিংগেল ট্যাপে ডিস্ট্রাকশন দূর করতে সাহায্য করবে। পাশাপাশি কম আলোর ফটোতে  ব্রাইটনেস ও শার্পনেস বাড়াতে থাকছে এআই নাইটস্কেপ এবং এআই পার্টি মোড কালার ফিচার।