এ৩২০ বিমানে সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা এয়ারবাসের

এ৩২০ বিমানে সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা এয়ারবাসের
২৯ নভেম্বর, ২০২৫ ০৮:০১  

তীব্র সৌর বিকিরণের কারণে এ সিরিজের বিমানের ফ্লাইট–কন্ট্রোল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পরবর্তী নির্ধারিত ফ্লাইটের আগেই এ পরিবর্তন করতে হবে। ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের জনপ্রিয় এ৩২০ সিরিজের জেটগুলোয় জরুরি সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা দিয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, তাদের এ সিদ্ধান্তে বিশ্বব্যাপী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে। 

আল জাজিরা অনলাইন জানিয়েছে,  ২৮ নভেম্বর, শুক্রবার এ৩২০ সিরিজের বিমানের সফটওয়্যার পরিবর্তনের ঘোষণা দেয় এয়ারবাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তীব্র সৌর বিকিরণের কারণে এ সিরিজের বিমানের ফ্লাইট–কন্ট্রোল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পরবর্তী নির্ধারিত ফ্লাইটের আগেই এ পরিবর্তন করতে হবে। বিশ্বজুড়ে ফ্লাইট পরিচালনায় থাকা প্রায় ৬ হাজার বিমানের সফটওয়্যারে এ পরিবর্তন হবে।

খবরে প্রকাশ, এয়ারবাসের এ আকস্মিক সিদ্ধান্তের পেছনে রয়েছে গত ৩০ অক্টোবর জেটব্লু এয়ারলাইন্সের এ৩২০ সিরিজের একটি বিমান দুর্ঘটনা। মেক্সিকো থেকে নিউয়ার্কগামী ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে উচ্চতা হারাতে শুরু করে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। পরে বিমানটি ফ্লোরিডার টাম্পায় জরুরি অবতরণ করে।

এয়ারবাস জানিয়েছে, এ সিরিজের বিমানগুলোর প্রায় দুই–তৃতীয়াংশকে আগের সফটওয়্যার ভার্সনে ফিরিয়ে নিতে হবে। এ কারণে সেগুলো খুব অল্প সময় বা প্রায় দুই ঘণ্টার জন্য গ্রাউন্ডেড রাখতে হবে। আর বাকিগুলোর হার্ডওয়্যার বা যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে, যা বেশ সময় সাপেক্ষ। এ কারণে ফ্লাইট দেরি বা বাতিলের মতো ঘটনাও ঘটতে পারে।

ডিবিটেক/বিবি/ইকে