ফোনের ভাঁজে শক্তির জাদু দেখালো অনার
ভাঁজযোগ্য ফোনের হিন্স এবং এর টেকসই অবস্থা নিয়ে শঙ্কা নতুন নয়। সেই শঙ্কাকে যেন তুড়িতে উড়িয়ে দিলো অনার। ফোনটির কাঠামোগত শক্তির পরীক্ষার সনদের বিশ্বাসযোগ্যতা গণমাধ্যমের সামনে প্রমাণ দিলো ফোনটির বাংলাদেশী পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের বিজনেস হেড আব্দুল্লাহ আল মামুন। ভাঁজ অবস্থায় ফোনিটি দুই দিকে ২৫ কেজি করে মোট ৫০ কেজি ওজনেও দৃঢ় থাকার প্রমাণ দিলেন তিনি।৫-৬ ফুট ওপর থেকে ফোনটি ফেলে দেখালেন, তীব্র ঝাঁকুনিতেও এটি স্মুথলি চলছে। গ্লাসও ছিলো অক্ষত।
২৫ আগস্ট, সোমবার রাতে রাজধানীর গুলশানে রেনেসাঁ ঢাকায় বাংলাদেশে অনারের ম্যাজিক ভি৫ ফোল্ডেবল ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে এই পরীক্ষাগুলো দেখালেন তিনি।
ভাঁজ অবস্থা ৮.৮ মিলিমিটার পুুরুত্বের এই ফোনটির সঙ্গে ৭ম প্রজন্মের স্ন্যাপড্রাগণ চিপসেচের ৮গিগা র্যাম ২৫৬জবি স্টোরেজের একটি ট্যাবলেট পিসিও উন্মোচন করা হয় অনুষ্ঠানে।
নতুন ডিভাইস দুটি বাংলাদেশের বাজারে অবমুক্ত করেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গু। এসময় তার সঙ্গে ছিলেন অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রিম্যানেজার মুজাহিদুল ইসলামসহ গ্রামীণফোন ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জাননো হয়, ম্যাজিক ভি৫ ফোল্ডেবল ফোনটিতে রয়েছে ৭.৯৫ ইঞ্চির ইনার ডিসপ্লে ও ৬.৪৩ ইঞ্চির আউটার স্ক্রিন। ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৮ প্রসেসর এবং ১৬ গিগা র্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ এবং ৫৮২০ মিলিঅ্যাম্পেয়ার ব্যাটারি। ফোনটির দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা। আর ট্যাবলেট পিসিটির দাম পড়বে ৩৯ হাজার ৯৯৯ টাকা।
তবে ফোনটি আগাম বুকিং করলে ক্রেতারা উপহার হিসেবে পাবেন অনার চয়েস হেডফোনস প্রো ও অনার সুপার চার্জ ১০০ ওয়াট তারবিহীন (ওয়্যারলেস) চার্জার স্ট্যান্ড; সাথে থাকছে ১২ মাসের সুদমুক্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা।
তবে ডিভাইসগুলো স্বাধীন ভাবে পরীক্ষা করে দেখেনি ডিবিজাবাংলাটেকডট নিউজ কর্তৃপক্ষ। তাই ফোনটির হিন্স বা দাম অনুপাতে এটি গ্রাহকদের কতটা সুবিধা দেবে সে বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়।







