বাবা দিবসে ভিভোর সাথে ছবির ফ্রেমে

প্রযুক্তি শুধু আধুনিকতার অংশ নয়, বরং প্রিয় মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও। সেই ভাবনা থেকেই ১৫ জুন, বাবা দিবসে ‘বাবার সাথে মুহূর্ত’ নামে স্মৃতির ফ্রেমে ধরে রাখা বাবার সাথে প্রিয় মুহূর্তগুলো শেয়ার প্রতিযোগিতা শুরু করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশ।
আগামী ২০ জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায়অংশগ্রহণকারীদের ভিভোর অফিসিয়াল ফেসবুক পেইজে নির্দিষ্ট পোস্টের কমেন্টে বাবার সঙ্গে তোলা একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করতে হবে। পাশাপাশি পোস্টটি নিজের টাইমলাইনে পাবলিক করে শেয়ার করতে হবে এবং অবশ্যই ব্যবহার করতে হবে নির্ধারিত হ্যাশট্যাগ #HappyFathersDay #vivoBangladesh।
এছাড়াও অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের মতো করে লেখা একটি আবেগঘন ক্যাপশনও শেয়ার করতে পারেন, যা ছবির মুহূর্তটিকে করে তুলবে আরও বিশেষ।
বাবার প্রতি ভালোবাসার ছবি ছড়িয়ে দিয়ে মিলবে পুরস্কারও। তবে কী পুরস্কার দেয়া হবে তা এখনো প্রকাশ করেনি ভিভো বাংলাদেশ।