গেমিংয়ের জন্য আসছে মিড-রেঞ্জ বাজেটেই ৫জি ফোন
মোবাইল গেমারদের জন্য নিজেদের নতুন জিটি সিরিজের অফিসিয়াল ৫জি ফোন আনতে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স ।
ফোনটির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ফোনের সবচেয়ে আলোচিত ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল ক্যাপাসিটিভ গেমিং ট্রিগারস, যা এই বাজেটে প্রথমবারের মতো আসছে। কনসোল-স্টাইলের এই কন্ট্রোলস খেলোয়াড়দের দ্রুত গিয়ার বদলানো, কম্বো চালানো এবং মুহূর্তেই প্রতিক্রিয়া দেওয়ার সুবিধা দেবে। সঙ্গে রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ৭৪০০ ৫জি প্রসেসর, যা দীর্ঘক্ষণ খেলার সময়ও ফ্রেম ড্রপ কমিয়ে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
ডিভাইসটিতে যুক্ত হয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা হাই রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ব্রাইটনেসে আউটডোর গেমিংয়ে পরিষ্কার ও প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করবে। ফলে এটি টুর্নামেন্ট-রেডি ডিভাইস হিসেবে বিবেচিত।
খাত সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে ই-স্পোর্টসের উত্থান শুধু তরুণদের বিনোদন দিচ্ছে না, প্রযুক্তি ট্রেন্ডকেও প্রভাবিত করছে। এখন অনেক ব্র্যান্ড গেমারদের জন্য বিশেষ ফিচারের ওপর জোর দিচ্ছে, যা প্রমাণ করে মোবাইল ই-স্পোর্টস আর সাময়িক ট্রেন্ড নয়, বরং এক দীর্ঘমেয়াদি পরিবর্তন। ইনফিনিক্স জিটি সিরিজের হাই-পারফরম্যান্স গেমিং অভিজ্ঞতা সেই পরিবর্তনেরই প্রতিফলন—যা এখন মিড-রেঞ্জ বাজেটেই পাওয়া যাবে।







