পাঁচ বছর পর অ্যাপ স্টোরে ফিরল 'ফোর্টনাইট'

মার্কিন ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের জনপ্রিয় মাল্টিপ্লেয়ার শুটিং গেম 'ফোর্টনাইট' প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে আবারও উন্মুক্ত হলো। ২০২০ সালে ইন-অ্যাপ পেমেন্ট নিয়ে বিরোধের জেরে অ্যাপল গেমটি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয়। খবর রয়টার্স।
এপিক গেমস অ্যাপলের বিরুদ্ধে মার্কিন প্রতিযোগিতা আইনের লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করে। সম্প্রতি এক মার্কিন ফেডারেল বিচারক রায় দেন যে, অ্যাপল আদালতের পূর্ববর্তী নির্দেশনা মানেনি এবং অ্যাপ ডাউনলোড ও পেমেন্টে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করেছে।
এপিক গেমসের সিইও টিম সুইনি এক্স প্ল্যাটফর্মে বলেন, "আমরা ফিরে এসেছি।"
বিশ্লেষকরা বলছেন, এপিকের জন্য এটি একটি বড় জয় হলেও ফোর্টনাইট হয়তো আগের জনপ্রিয়তা ফিরে পাবে না। তবে অ্যাপলের সেবামূলক ব্যবসার ওপর এর প্রভাব পড়তে পারে। এদিকে স্পটিফাই ও নেটফ্লিক্সের মতো সাবস্ক্রিপশনভিত্তিক অ্যাপগুলোর জন্যও এটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
ডিবিটেক/বিএমটি