কো-অপ মোডসহ স্টিমে আসছে ইনফিনিটি নিক্কি

জনপ্রিয় ফ্যাশন-অ্যাডভেঞ্চার গেম 'ইনফিনিটি নিক্কি' ২৯ এপ্রিল স্টিমে মুক্তি পাচ্ছে। একই দিনে 'বাবল সিজন' নামে একটি বড় আপডেট আসছে, যা পিসি, মোবাইল ও প্লে-স্টেশন ৫ প্ল্যাটফর্মে একযোগে চালু হবে। খবর এনগ্যাজেট।
'বাবল সিজন' আপডেটের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হলো কো-অপ মোড, যেখানে দুইজন বন্ধু মিলে গোটা গেম জগত অন্বেষণ করতে পারবেন। এতে থাকবে বিশেষ কো-অপ ধাঁধা এবং নতুন এস্কর্ট মিশন।
এছাড়া, আপডেটের মাধ্যমে গেমটিতে নতুন একটি এলাকা যোগ হচ্ছে এবং থাকবে অসংখ্য নতুন পোশাক সংগ্রহের সুযোগ। পুরোনো মৌসুমের কিছু জনপ্রিয় পোশাকও পুনরায় উন্মুক্ত করা হবে। নতুন ফ্যাশন রানওয়ে গেমপ্লে যুক্ত হওয়ায় ফটো মোডে নতুন ধরনের ইন্টারঅ্যাকশন পাওয়া যাবে। পাশাপাশি নতুন 'ডাই মেকানিক' ফিচারের মাধ্যমে পোশাকের রঙ পরিবর্তন করে আরো ব্যক্তিগতকরণ সম্ভব হবে।
'ইনফিনিটি নিক্কি'র এই বড় আপডেট গেমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতার দ্বার খুলে দিচ্ছে। পেপারগেমস প্রকাশিত গেমটি স্টিমে মুক্তির মাধ্যমে আরও বড় প্লেয়ার কমিউনিটির কাছে পৌঁছানোর সুযোগ পাবে।
ডিবিটেক/বিএমটি