নতুনত্বের অজুহাতে আইফোনের দাম বাড়াবে অ্যাপল!

চলতি বছরের সেপ্টেম্বরে আসন্ন আইফোনগুলোর দাম বাড়াতে যাচ্ছে অ্যাপল— এক গোপন সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে প্রতিষ্ঠানটি এই মূল্যবৃদ্ধিকে যুক্তরাষ্ট্র-চীন শুল্ক যুদ্ধের প্রভাব হিসেবে তুলে ধরতে চাইছে না। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল চাইছে নতুন ফিচার ও নকশাকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখাতে। তৃতীয় প্রান্তিকে বাড়তি শুল্ক অ্যাপলের প্রায় ৯০০ মিলিয়ন ডলার ব্যয় বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যাপল এখন আরও বেশি আইফোন ভারতে উৎপাদন করছে, যাতে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক এড়ানো যায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে, এবং প্রযুক্তি পণ্যের জন্য বড় অংকের শুল্ক অব্যাহতি ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
এ বছর অ্যাপল একটি আল্ট্রা-থিন আইফোন আনার পরিকল্পনা করছে, আর ২০২৭ সালে ২০তম বার্ষিকীতে সম্পূর্ণ কাচের, বক্রতাযুক্ত এবং ‘নো-কাটআউট’ আইফোন বাজারে আনতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ডিবিটেক/বিএমটি