কপিরাইট অফিসের পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কপিরাইট অফিসের পরিচালক শিরা পার্লমাটারকে বরখাস্ত করেছেন। সিবিএস নিউজ ও পলিটিকোর খবরে জানানো হয়, পার্লমাটার সম্প্রতি এক প্রতিবেদনে এআই প্রশিক্ষণে কপিরাইট সুরক্ষার পক্ষে অবস্থান নেন, যা ট্রাম্প-সমর্থিত ইলন মাস্কের উদ্যোগের বিরুদ্ধে যায়। খবর টেকক্রাঞ্চ।
ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জো মোরেল্লে একে “আইনবহির্ভূত ক্ষমতা প্রয়োগ” বলে আখ্যা দেন। প্রতিবেদনে বলা হয়, বড় পরিসরে কপিরাইটযুক্ত সামগ্রী ব্যবহার করে বাণিজ্যিক এআই কনটেন্ট তৈরি করা বিদ্যমান "ফেয়ার ইউজ" নীতিমালার বাইরে পড়তে পারে।
ট্রাম্প এর আগেই লাইব্রেরিয়ান অব কংগ্রেস কারলা হেইডেনকেও বরখাস্ত করেছেন, যিনি পার্লমাটারকে নিয়োগ দিয়েছিলেন।
এর আগে, ইলন মাস্ক কপিরাইট বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন, যা প্রযুক্তি ও সৃষ্টিশীল শিল্পে বিতর্ক সৃষ্টি করেছে।
ডিবিটেক/বিএমটি