টকটাইম-সিমে বাড়ছে না ভ্যাট; দ্বিগুণ হচ্ছে ফ্রিজ-এসিতে

১২ মে, ২০২৫  
১২ মে, ২০২৫  
টকটাইম-সিমে বাড়ছে না ভ্যাট; দ্বিগুণ হচ্ছে ফ্রিজ-এসিতে

আসছে নতুন অর্থবছরে মোবাইলে টকটাইম, সিম ও ইন্টারনেটের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের হার অপরিবর্তিত থাকছে। তবে টিভি, ফ্রিজ, মোটর সাইকেলসহ ইলেকট্রনিক্স পণ্যে ভ্যাট দ্বিগুণ হচ্ছে। আগামী ২ জুন অন্তবর্তী সরকারের পেশ করা বাজেটে এমন সিদ্ধান্ত হচ্ছে বলে জানাগেছে। 

এমন প্রস্তাবনা নিয়ে আগামী  ১৯ মে জাতীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্তৃপক্ষ।

সূত্রমতে, গত অর্থবছরের বাজেট অনুযায়ী মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে মোট করভার ৩৯ শতাংশের বেশি আছে।  এরই পরিপ্রেক্ষিতে আগামী বাজেটে মোবাইল ফোন সেবার ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ কমানোর সুপারিশ করেছে দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব)। একইভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা খাতকে আইটিইএস এর অন্তর্ভূক্তিকরণ এবং এআইটি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএবি)। 

তবে এসব বিষয়ে সিদ্ধান্ত না নিলেও  আগামী বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ভ্যাট বিভাগের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘গত বাজেটে মোবাইল সেবার ওপর ভ্যাট বাড়িয়েছি। এবার আর বাড়তি কিছু বসছে না। গত বছর যেগুলোর ওপর ভ্যাট বাড়ানো হয়েছে সেগুলোর ওপর করের বোঝা বাড়ছে না।’

অপরদিকে এসি-ফ্রিজ ও অটোমোবাইলের মতো ইলেকট্রনিক্স খাতে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ভ্যাটের হার ছিল ৫ শতাংশ। চলতি অর্থবছরে আরো বাড়িয়ে ভ্যাটহার করা হয়েছিল ৭.৫০ শতাংশ। এখন এই খাতগুলোতে ১৫ শতাংশ ভ্যাট আরোপের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘এসআরও সুবিধার কারণে ফ্রিজ ও এসি খাতের ওপর বর্তমানে ৭.৫০ শতাংশ ভ্যাট আছে। চলতি অর্থবছর এই এসআরওর মেয়াদ শেষ হচ্ছে। রাজস্ব আদায় বাড়ানো, একই খাতকে দীর্ঘদিন সুবিধার আওতায় না রেখে অন্যান্য খাতকেও এগিয়ে নেওয়া ও অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার উদ্দেশ্যে সরকার এ সুবিধা আর বাড়াতে চায় না।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে মোবাইল টকটাইম ও ইন্টারনেট সেবার ওপর ভ্যাট ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এছাড়া সিম বিক্রিতে ১০০ টাকা ভ্যাট বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। জানুয়ারিতে মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টকটাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা বাড়েনি।