কোরবানির পশুবাহী ট্রাকে থাকবে জিপিএস ট্র্যাকার ও ড্যাশ ক্যামেরা

৩১ মে, ২০২৫  
৩১ মে, ২০২৫  
কোরবানির পশুবাহী ট্রাকে থাকবে জিপিএস ট্র্যাকার ও  ড্যাশ ক্যামেরা

কোরবানীর পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ও ডাকাতি রোধে জিপিএস ট্র্যাকার ও ড্যাশ ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 

হাইওয়ে পুলিশ ও বিআরটিএ সূত্রে জানাগেছে, এবার কোরবানির ঈদে পশুবাহী ট্রাকে জিপিএস ট্র্যাকার ও ড্যাশ ক্যামেরা যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিআরটিএ। প্রতিটি ট্রাকে সম্ভব না হলেও এক সঙ্গে ১০ থেকে ১৫টি ট্রাক দূরপাল্লায় যেতে চাইলে সেগুলোর একটিতে থাকবে সেই জিপিএস ট্র্যাকার ও ড্যাশ ক্যামেরা।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, পশুবাহী ট্রাক ও বাসে জিপিএস সংযুক্ত ড্যাশ ক্যামেরা বসানোর পরিকল্পনা হয়েছে। ফলে সড়কে ডাকাতি ও চাঁদাবাজিসহ যাবতীয় অপ্রীতিকর ঘটনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে পারব বলে আমরা আশাবাদী।

 জানাগেছে, হাইওয়ে পুলিশ পর্যাপ্ত ক্যামেরা ও ট্র্যাকার না বসাতে পারলেও তারা সরাসরি চাঁদাবাজি ও ডাকাতি ধরতে গোয়েন্দা পুলিশ সদস্যদের ট্রাকের ভেতর রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ট্রাকের ভেতর চালকের পাশে থাকবেন গোয়েন্দা সদস্যরা। ট্রাকটি যে হাটে যেতে চায় তার সামনে সেই হাটের ব্যানার ঝুলবে। পথে কোনো সমস্যা হলে যাতে চালক সহজে পুলিশকে কল করতে পারে সেজন্য হেল্প নম্বর ও থানা পুলিশের নম্বর সম্বলিত লিফলেট দেওয়া হচ্ছে। আর অজ্ঞান ও মলম পার্টি এবং জাল টাকা প্রতিরোধে মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালতের বিশেষ টিম ও গোয়েন্দা সদস্যরা।  এছাড়াও ওয়েবসাইটে হাট ও বিপদকালীন নানা সহযোগিতা পাওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর এবং তথ্য থাকছে। মোবাইল টহল টিম বৃদ্ধি, পিকআপ ডিউটি, সাব কন্ট্রোল রুম, কুইক রেসপন্ন টিম, মোটরসাইকেল টিম, কমিউনিটি স্বেচ্ছাসেবক টিম, হাটগুলোতে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, জেলা ও মেট্রো পলিটন মিলে সমন্বয়, লোক সমাগম জায়গাগুলোতে স্পেশাল টিম রাখার সিদ্ধান্ত হয়েছে। 

এ বিষয়ে হাইওয়ে পুলিশের এইচআর ও এডমিন বিভাগের অতিরিক্ত ডিআইজি শামসুল আলম জানিয়েছেন, এবার চালকদের হাতে একটি করে লিফলেট দেওয়া হচ্ছে। যেখানে প্রতিটি থানা ও কন্ট্রোল রুমের ফোন নম্বর দেওয়া থাকবে। তিনি যে এলাকায় বিপদে পড়বেন তৎক্ষণাত সেই থানার পুলিশকে কল করে সহযোগিতা নিতে পারবেন। এছাড়াও জাল টাকা শনাক্তে প্রতিটি হাটে মেশিন রাখার জন্য হাট কমিটিকে নির্দশনা দেয়া হয়েছে। নগদ টাকা নিয়ে চলাচল কমাতে হাটে ব্যাংকের বুথ থাকবে। সেই বুথে বেপারীরা যাতে টাকা জমা দিতে পারেন সেই ব্যবস্থাও থাকবে।