মাই জিপি অ্যাপে লোটো’র অফার

ই-কমার্সেও গ্রামীণফোন!

২৪ মার্চ, ২০২৫  
২৪ মার্চ, ২০২৫  
ই-কমার্সেও গ্রামীণফোন!

এবার ই-কমার্স ব্যবসাতেও এলো গ্রামীণফোন। এক্ষেত্রে শুরুতেই ডাটা প্যাকের সঙ্গে কম্বো অফারে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড’র (লোটো) পণ্য ক্রেতাদের ছাড় দিচ্ছে।

এর মাধ্যমে বিটুবি ই-কমার্স খাতে বিস্তার লাভ করছে গ্রাহক সংখ্যায় শীর্ষ অপারেটরটি। অপারেটরটির দাবি, এই পদক্ষেপ টেলিযোগাযোগ খাত, খুচরা কেনাকাটা ও ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

সোমবার গ্রামীণফোনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে প্রকাশ, এলক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী,  মাইজিপি অ্যাপ থেকে ২শ’ টাকা বা এর বেশি মূল্যের ডাটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫শ’ টাকার একটি লোটো ভাউচার দিচ্ছে গ্রামীণফোন। অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোন লোটো ফ্ল্যাগশিপ আউটলেটে ২ হাজার ৫শ’ বা এর বেশি টাকার কেনাকাটা করলে এই ভাউচার দিয়ে ৫শ’ টাকা ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার জন্য মাইজিপি অ্যাপ’র নোটিফিকেশন আইকনে সংরক্ষিত থাকবে রিওয়ার্ডটি।