কোয়ান্টাম কম্পিউটিং গবেষণাগার খুলছে এনভিডিয়া

২২ মার্চ, ২০২৫  
২২ মার্চ, ২০২৫  
কোয়ান্টাম কম্পিউটিং গবেষণাগার খুলছে এনভিডিয়া

এনভিডিয়া বোস্টনে একটি কোয়ান্টাম কম্পিউটিং গবেষণাগার স্থাপন করতে যাচ্ছে, যেখানে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীদের সঙ্গে গবেষণা পরিচালনা করা হবে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সিইও জেনসেন হুয়াং এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত এনভিডিয়ার বার্ষিক সফটওয়্যার ডেভেলপার সম্মেলনে হুয়াং এই ঘোষণা দেন। এনভিডিয়া একাধিক কোয়ান্টাম কম্পিউটিং সংস্থার সঙ্গে অংশীদারত্বে "এনভিডিয়া অ্যাকসেলারেটেড কোয়ান্টাম রিসার্চ সেন্টার" (এনভিএকিউসি) প্রতিষ্ঠা করছে, যা এ বছরই কার্যক্রম শুরু করবে।

হুয়াং এর আগে বলেছিলেন, কার্যকর কোয়ান্টাম কম্পিউটার আসতে আরও ২০ বছর লাগবে। তবে বৃহস্পতিবার তিনি পূর্বের বক্তব্য সংশোধন করে বলেন, "এটাই ইতিহাসের প্রথম ইভেন্ট যেখানে একজন সিইও অতিথিদের আমন্ত্রণ জানিয়ে ব্যাখ্যা করছেন কেন তিনি ভুল ছিলেন।"

কোয়ান্টাম কম্পিউটিং সংস্থাগুলোর নির্বাহীদের সঙ্গে আলোচনায় তিনি উল্লেখ করেন যে, কোয়ান্টাম কম্পিউটার প্রচলিত প্রযুক্তিকে সম্পূর্ণ প্রতিস্থাপন করবে না বরং একসঙ্গে কাজ করবে। আইওনকিউ-এর সিইও পিটার চ্যাপম্যান বলেন, "আমরা আমাদের চিপ ডিজাইনে এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করি। ক্লাসিক্যাল ও কোয়ান্টাম কম্পিউটারের সমন্বয়ে ভবিষ্যৎ প্রযুক্তি গড়ে উঠবে।"

ডিবিটেক/বিএমটি