স্মার্টফোনে ঈদের উপহার ইলেকট্রিক বাইক!

এই ঈদে নিজেদের বেশ কিছু স্মার্টফোন মূল্য ছাড় ছাড়াও স্ক্র্যাচ করে ইলেকট্রিক বাইক উপহার ঘোষণা করেছে টেকনো বাংলাদেশ। “ঈদের খুশি জমবে বেশি” অফারে এরইমধ্যে টেকনো’র ক্যামন এবং স্পার্ক সিরিজের মধ্যে ক্যামন ৩০ (১২জিবি), ক্যামন ৩০এস, স্পার্ক ৩০ এবং স্পার্ক ৩০সি হ্যান্ডসেটের যেকোনো একটি ফোন ক্রয় করলেই পাওয়া যাবে বিভিন্ন উপহারের সঙ্গে থাকছে রিভো ইলেকট্রিক বাইক, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২, ফ্যান্টম ফ্লিপ অথবা নগদ সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জয়ের সুযোগ।
আগামী ৩১ মার্চ পর্যন্ত একেকটি মোবাইল নম্বরের বিপরীতে একবারই পুরস্কার জিততে পারবেন একজন গ্রাহক। সুযোগটি মিলবে নিকটস্থ টেকনো আউটলেট থেকে।
উপহার জেতার এই দৌড়ে অংশগ্রহণ করতে, পছন্দের স্মার্টফোনটি কেনার সময় একটি রিটেইল কোড সংগ্রহ করতে হবে। এরপর, ‘TECNO