স্পার্ক গো ২ উন্মোচন

বাংলাদেশের বাজারে উন্মুক্ত হয়েছে টেকনো স্পার্ক গো ২। নতুন ফোনটিতে রয়েছে ৬.৬৭" হোল স্ক্রিন এইচডি+, টি৭২৫০ প্রসেসর এবং জাইরোস্কোপ সফটওয়্যার। এছাড়াও ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
১৮ জুন টেকনো বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাজেট সেগমেন্টের ফোন হলেও, এতে থাকছে হাই-এন্ড “এ-আই” ফিচার — যার মধ্যে রয়েছে: এ-আই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এ-আই রাইটিং, ইমেজ টু ডকুমেন্ট কনভার্শন সহ আরও অনেক স্মার্ট “এ-আই” ফিচার, যা ইউজারদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।
ফোনটির ৬৪ জিবি+৮ জিবি*(৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং৬৪ জিবি+৬ জিবি*(৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টটির দাম পড়বে মাত্র ৯,৯৯৯।