স্মার্টফোন বাজার প্রতিযোগিতায় ইনফিনিক্সের ৩ ফোন

২০ মার্চ, ২০২৫  
২০ মার্চ, ২০২৫  
স্মার্টফোন বাজার প্রতিযোগিতায় ইনফিনিক্সের ৩ ফোন

দেশের বাজারে প্রতিনিয়ত নতুন প্রযুক্তির স্মার্টফোন আসছে এবং হাতে থাকা পুরোনো মডেলের স্মার্টফোন বদলে মানুষ নতুন স্মার্টফোনের প্রতি আকৃষ্ট হচ্ছে তবে সবচেয়ে স্মার্ট এবং ব্যতিক্রমী ফোনগুলোই দীর্ঘস্থায়ী এই প্রতিযোগিতায় টিকে থাকে আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং টেকসই নির্মাণ- এই কারণগুলোই স্মার্টফোনগুলোর জনপ্রিয়তার মূলে কাজ করে এই বৈশিষ্ট্যে গত বছর বাজারে আসা ইনফিনিক্স হট ৫০ সিরিজের হট ৫০ প্রো প্লাস ডিভাইসটি এখনো তরুণদের কাছে সমান জনপ্রিয় বলে দাবি করছে স্মার্টফোন ব্র্রান্ড ইনফিনিক্স বাংলাদেশ। 

তাদের দাবি বাজারে টিকে থাকতে হট ৫০ প্রো+ এর আল্ট্রা-স্লিম থ্রিডি কার্ভড স্লিম-এজ ডিসপ্লে অনন্য ভূমিকা রেখেছে। আর হট ৫০ প্রো প্লাসে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিংসবকিছু নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব।  অপরদিকে ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাসের টিটান ভেজা বা তেলযুক্ত হাতে স্মুথ টাচের অভিজ্ঞতা প্রদান করে।

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস বর্তমানে ২৩,৯৯৯ টাকায় টাইটেনিয়াম গ্রে, ড্রিমি পার্পল, এবং স্লিক ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। যারা মিড বাজেটের মধ্যে স্টাইলিশ, দ্রুত এবং টেকসই স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ডিভাইসটি হতে পারে একটি আদর্শ স্মার্টফোন