অনার ম্যাজিক ভি৩ প্রি-বুকিং শুরু

Mar 2, 2025 - 17:43
Mar 2, 2025 - 17:44
অনার ম্যাজিক ভি৩ প্রি-বুকিং শুরু

২০২৪-এ বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোনের স্বীকৃতি পাওয়া অনার ম্যাজিক ভি৩ নিয়ে এসেছে অনার বাংলাদেশ। এরইমধ্যে স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়ে চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। ৬ মার্চ থেকে ফোনটির ডেলিভারি শুরু হবে।

প্রি-বুকিং দিলেই প্রত্যেক ক্রেতা বিনামূল্যে পাবেন একটি ১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জার। অনার ম্যাজিক ভি৩ ফোল্ডেবল এআই স্মার্টফোনের মূল্য ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা। 

অনার কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোটি ফোল্ড করা অবস্থায় ৯.২ মিলিমিটার ও ফোল্ড না করা অবস্থায় ৪.৩৫ মিলিমিটার আকারে থাকবে। মাত্র ২২৬ গ্রাম ওজনের এই ফোনটিতে অ্যারোস্পেস-গ্রেডের ফাইবার দিয়ে তৈরি আর্মর ব্যবহার করা হয়েছে। বলা  হচ্ছে, এই নির্মাণ প্রকৌশল ইমপ্যাক্ট রেজিজট্যান্সকে ৪০ গুণ বৃদ্ধি করতে সক্ষম। ডিভাইসটির স্থায়িত্ব নিশ্চিতে আইপিএক্স৮ ব্যবহার করা হয়েছে, যা পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে।