সিপিএল চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগ, রানার্স আপ ইটিই বিভাগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) "আন্তঃবিভাগ ক্রিকেট (সিপিএল)-২০২৫ ও আন্ত:হল ইনডোর গেমস্-২০২৪ এর চূড়ান্ত আসরে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ৫০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পুরকৌশল বিভাগ।
খেলায় পুরকৌশল বিভাগ প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে, জবাবে ১৬৬ এর টার্গেটে ব্যাট করতে নেমে ইটিই বিভাগ ৮ উইকেটে হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে এবং ৫০ রানে জয়ী হয় পুরকৌশল বিভাগ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে পুরকৌশল বিভাগের ছাত্র হাসিব হোসাইন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেন (২৪১ রান) এমআইই বিভাগের ছাত্র ইবনে জুবায়ের এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন (৭ উইকেট) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মেহেদী হাসান।
চুয়েটের শারীরিক শিক্ষা কেন্দ্রের আয়োজনে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয়ীদের হাতে পুরস্কা তুলে দেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এতে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।